![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আলু খাও, মুলা খাও, দোষ কি বা বাগুনে?
ভর্তাটা জম্পেশ, পোড়ালে তা আগুনে
ভাত খাও, মাছ খাও, মাংসটা জব্বর
আগুনে না রাঁধলেই, তুমি হবে খব্বর!
ঠাণ্ডায় শীতভোরে গোসলের শংকায়
হনুমান হতে চাও রাবণের লংকায়
সিগারেট হাতে আছে, কোথা আছে দেশলাই?
এ যেন চিরুনি আছে, টাকে শুধু কেশ নাই।
রুটি ভাঁজো, বুট-ই ভাঁজো, দোষ তবু আগুনে?
কত শত গুণ তার, দেখেছো কি তা গুণে?
মন্ত্রী বা নেতা হও, হতে পারো বেশ্যাও
আগুণের গুণ ভাবো, ভেবে কোন শেষ পাও?
আসো তবে দেখে যাও আগুনের শেষটা
পুড়িয়ে কাবাব খাবো, সুস্বাদু দেশটা।
-----------
শিক কাবাবের ছড়া/ সাদাত
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
সাদাত হোসাইন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: শিক কাবাবের ছড়া পড়ে ভালো লাগলো