নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

'জীবন মানেই জী বাংলা...'

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

গেছি এক খালার বাসায়। কারেন্ট নাই।

দেখি খালায় ড্রইং রুমে মোমের আলোতে শাক কুটছে।

আমি খালাতো ভাই'র রুমে গিয়ে বসলাম, সাথে সাথে কারেন্ট আসলো। কিন্তু খালাতো ভাই রাতুল নাই। ওই রুম থেকে ড্রইং রুম দেখা যায় না। আমি সেখান থেকেই খালাকে ডাকলাম, 'ও খালা?'

খালা ড্রইং রুম থেকে জবাব দিলেন, 'হু'

-'রাতুল কই?'

- 'হু'

- হু কি?

- হু

- ওই, কি হইছে তোমার, হু হু করতেছো ক্যান?

- উ?

মেজাজ গেলো খিচড়ে। আমি দৌড়াই ড্রইং রুমে এসে দেখি খালার বটির নিচে কাটা শাক পড়ে আছে। সবুজ শাকের উপর ফোটা ফোটা লাল রক্ত। খালা তার কাটা আঙ্গুল অন্য হাত দিয়ে চেপে ধরে হা করে তাকাই আছেন টিভি স্ক্রিনের দিকে। পড়েনা চোখের পলক টাইপ অবস্থা! আমি বললাম, 'ও খালা?'

খালা বলল, 'উ?'

আমি বললাম, 'তোমার হাত কাটল ক্যামনে?

খালা বলল, হু?

আমি বললাম, ও খালা, এই দিকে দেখো? এই নাও স্যাভলন

খালা একমুহূর্তের জন্য টিভি স্ক্রিন থেকে চোখ সরালো না। শুধু বলল, 'উ? হু।'

আমি বললাম, 'উ হু কি? উ হু কি? এই সব কি শুরু করছ তুমি?



সাথে সাথেই শুনি টিভি থেকে মিহি সুরে আওয়াজ আসতেছে, 'জীবন মানেই জী বাংলা...'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

নূর আদনান বলেছেন: জীবন মানেই জী বাংলা.. :| :|

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

সাদাত হোসাইন বলেছেন: ;-)

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

অস্তিত্বহীন একজন বলেছেন: জীবন মানেই জি বাংলা :D

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

সাদাত হোসাইন বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.