![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমি লিখেছিলাম ভুল পাতায়
কাগজ ওলটাতেই দেখি জলের শব্দ।
অক্ষর মিশে গেছে কান্নায়।
কেউ বলে, জল মিশে যায় জলে
শরীর জুড়ে অদ্ভুত খেয়াল!
মুছে যায় দাগ, অক্ষর, শব্দ বা আঁচড়
মিশে যায় জলে।
জল মিশে যায়!
সন্ধ্যার বিষণ্ণ মন
ছুঁয়ে দেখি আজ
ফোঁটা ফোঁটা জলের ভেতর
লেখা আছে গোটাটা জীবন!
--------------------------------
জল মিশে যায় জলে/সাদাত হোসাইন
২৫.১.২০১৪
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর!
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর।।