![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমার এক মুঠি মাটি চাই
এক চিলতে মাঠ, নরম ঘাস
ঘাসের ডগায় শিশির
এক টুকরো উঠোন চাই আমার
উঠোন জুড়ে ধান, উষ্ণ রোদ
মশুরের ডাল আর মটরশুঁটির ঘুম
খানিকটা শীম আর লাউয়ের ডগাও চাই আমার।
ছায়া চাই, ছায়ার ভেতর মায়াও চাই।
আমার খানিক জলও চাই
চোখের মতন শান্ত এবং গভীর।
নাওয়ের ভেতর নাইওর থাকবে
কান্না থাকবে, হাসি থাকবে
ঘরে ফেরার তাড়া থাকবে
কারও জন্য বুকের ভেতর
তরপরানি সাড়া থাকবে।
আমার একটা চুলোও চাই
মাটির চুলো। শুকনো পাতার বুকের ভেতর
আগুন জ্বেলে রান্না হবে। ঘরের দাওয়ায়
হোগলা পাতার মাদুর পেতে খাওয়া হবে।
হাতপাখাদের অবাক স্নেহে একটুখানি হাওয়া হবে।
আমার কিছু মানুষও চাই
একমুঠি সেই মাটির মতন
শিশির ডগা ঘাসের মতন
জলের মতন, ফুল ফসলের দলের মতন
ছায়া এবং মায়ার মতন
মায়ার মানুষ, সবুজ ঘাসের মাঠের মতন।
আমার কিছু মানুষও চাই।
আমার চাই কঠিন খুড়ে উপড়ে আবার
সহজ খোঁজা, বুকের ভেতর মাটির প্রাণের
শব্দ বোঝা। খানিক শান্তি, খানিক ক্লান্তি
রাত্রি ঘুমের স্বপ্ন সহজ।
আমার চাই, বাংলাদেশের খোঁজ।
-------------------------------------
বাংলাদেশ/ সাদাত হোসাইন
০৮.০৩.২০১৪
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২
এম এ কাশেম বলেছেন: দারূণ কবিতা।
অনেক ভাল লাগা।