নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

ঋণগুলো সব শোধ হয়ে যাক

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

আমি এবার বৃষ্টি হবো

নিদাঘ দুপুর কান্না ছুঁয়ে

সত্যিকারের তৃষ্ণা হবো

যেমন করে নীল কুয়াশায়

ক্লান্ত আমায় কান্না দিতে

এবার তেমন তোমায় দেব



শোধ হয়ে যাক ঋণ ছিল যা

শোধ হয়ে যাক।

তোমার সকল বোধ ছুঁয়ে যাক।



একলা থাকা অন্ধকারে

বুকের ভেতর কে কথা কয়

কে ছুঁয়ে যায় অমন করে

অবাক বুকের কষ্ট চেপে

তবুও আমি চুপটি ছিলাম। নিজের ভেতর।

একলা ছিলাম।

ভিজেই গেছি, ভিজেই গেছি।

রোজ সকালে, সন্ধ্যা তারায়

রাত দুপুরে, চোখের পাতায়

যেমন করে ভিজেই গেছি, ভিজেই গেছি



তেমন করে আজ ভেজাব

রোজ কাঁদাবো

তোমার অমন একলা থাকা।

রোজ কাঁদাবো।



আমি এবার বৃষ্টি হবো

তোমার দেয়া কষ্টগুলো

ঋণগুলো আজ শোধ হয়ে যাক

চোখের পাতায় কান্না দেব।

একলা একা সন্ধ্যা দেব

রাত্রী দেব, একলা জীবনযাত্রী দেব



সত্যি আমি বৃষ্টি হবো

ভিজিয়ে দিয়ে তোমার সকল

নতুন আমি'র সৃষ্টি হবো।



আমি এবার বৃষ্টি হবো।

---------------------------

ঋণগুলো সব শোধ হয়ে যাক/ সাদাত হোসাইন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.