| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
জানালাটা বন্ধই থাকুক
বিকেলের চড়ুইটাও ফিরে যাক
খানিক ধুলো লেগে থাকুক
নীল রঙের ভেলভেটের পর্দায়।
দখিনের তিরতিরে বাতাস
অভিমানে ফিরে যাক উত্তরে।
একলা শালিকটা রোজ ডাকুক 
বসে থাকুক দোতলার কার্নিশে।
তবু জানালাটা বন্ধই থাকুক।
এক চিলতে সোনারোদ শুয়ে থাক ক্লান্তিতে,
মাঝরাত ভেসে যাক বৃষ্টির জলে।
সন্ধ্যার আকাশ থাকুক অপেক্ষায়
সবটুকু তৃষ্ণায় ডুবে।
তবু জানালাটা বন্ধই থাক।
কি হবে জানালা খুলে?
ওই ছাদখানা, শুন্য ভীষণ
কেউ নেই এলো চুলে।
---------------------------------------
জানালাটা বন্ধই থাকুক/ সাদাত হোসাইন
২৬/০৪/২০১৪
২| 
২৭ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:৩০
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন: 
একটা নেই নেই অভিমানী অনুভূতি পুরো কবিতায় ......... ! 
শুভেচ্ছা
৩| 
২৭ শে এপ্রিল, ২০১৪  দুপুর ২:৪৬
শংখনীল কারাগার বলেছেন: জানালাটা বন্ধই থাকুক, কেউ নেই এলোচুলে।
কবিতা ভাল হইছে।
৪| 
২৭ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৩:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
অনেক ভালো লাগলো। 
৫| 
২৭ শে এপ্রিল, ২০১৪  বিকাল ৪:১৪
আমি স্বর্নলতা বলেছেন: কি হবে জানালা খুলে?
ওই ছাদখানা, শুন্য ভীষণ
কেউ নেই এলো চুলে। 
 বুকের ভেতর কেমন যেন এক শূন্যতা । ভালো লাগল। 
৬| 
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ২:১৭
বটবৃক্ষ~ বলেছেন: 
অদ্ভুত সুন্দর!! 
একরাশ ভাললাগা নিয়েগেলাম! 
অনুসারিত!! 
 
পুরনোগুলো এসে পড়বোক্ষন!! 
ব্লগে দাওয়াত!!
৭| 
২৮ শে এপ্রিল, ২০১৪  রাত ৩:৩৪
রাফা বলেছেন: জানালাটা খুলে দিন অন্তত ভোরের সূর্যটা আবার উকি দিয়ে দেখি নাহয়।
চমৎকার লিখেছেন, ধন্যবাদ।
৮| 
১৮ ই মে, ২০১৪  রাত ১১:৪৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
কি হবে জানালা খুলে?
ওই ছাদখানা, শুন্য ভীষণ
কেউ নেই এলো চুলে।
রোম্যান্টিক কবিতায় অনেক ভালো লাগা ! ++ 
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪  দুপুর ১:২১
সেলিম তাহের বলেছেন: অভিমানী সুর। ভালো লাগল।