নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

রেজাল্ট!

২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯

সেকালে বিস্যুদবার ছিল শিক্ষাবোর্ড নির্দেশিত পয়মন্ত দিন।

পরীক্ষা শুরুর দিন কি বার?- বিস্যুদবার। রেজাল্ট দেয়ার দিন কি বার? - কি আবার! বিস্যুদবার!!



তো সেই কোন এক বিস্যুদবারে এসএসসি'র রেজাল্ট দিবে। বিকেল ৫ টায়। হেডস্যার তার সাঙ্গপাঙ্গ শিক্ষকদের নিয়ে গেছেন সুদূর থানা শহরে, রেজাল্ট নিয়ে ফিরতে ফিরতে রাত! অতক্ষণ কে অপেক্ষা করে? এসএসসি'র রেজাল্ট বলে কথা। আমরাও কয়েকজন দলবল বেঁধে ছুটলাম। পৌছাতে পৌছাতে ৫.০০ টার বেশি বেজে গেছে! কিন্তু রেজাল্ট পাওয়া যাবে কই? স্যারেরা কই? আমার সাথের বন্ধুরা বুক ধড়ফড় টেনশন নিয়ে স্যারদের খুঁজতে লাগল।



আমি খুঁজতে লাগলাম টেলিভিশন!



না, বিস্মিত হবার কিছু নাই। আমার রেজাল্ট টেলিভিশনে দিবে না। আমি স্ট্যান্ড-ফেস্ট্যান্ড কিছু করে ফেলি নাই। আমি যেটা করেছি, সেটা হল, আগ্রহ নিয়ে রাস্তার পাশের হোটেলে দাঁড়িয়ে টেলিভিশনে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা দেখছি! হারশেল গিবস সমানে পেটাচ্ছে, শেন ওয়ারনকে এই মাত্র লং অন দিয়ে বিশাল ছক্কা মেরেছে। আমি হা করে তাকিয়ে আছি। ভাগ্যিস, আজকে থানা শহরে আসতে পেরেছিলাম! না হলে এই খেলা দেখতাম কিভাবে?



আমার পেছন থেকে বন্ধুদের কেউ একজন জামার কলার খামচে ধরে বলল, 'ওই ব্যাটা, রেজাল্ট দেখবি না?'

আমি টেলিভিশনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বললাম, 'হু'

সে বলল, 'সবাইর রেজাল্ট নিয়াসছে স্যার।'

আমি বললাম, 'হু'।

সে বলল, 'ওই ব্যাটা, সবাই গেছে, স্যার সবাইর রেজাল্ট বলতেছে, চল চল'

হারসেল গিবস এবার ম্যকগ্রাকে পুল করে চার মারল। আমি হতভম্ব চোখে তাকিয়ে রইলাম, ব্যাটা মানুষ নাকি!! ম্যাকগ্রা রে অমনে চাইর মারে!! আমার হা করা মুখে ফুশ করে একটা মাছি ঢুকে বেড়িয়ে গেল। আমার হা বন্ধ হল না। আমি অবিকল আগের গলায় বললাম, 'হু'।



স্যার ততক্ষণে গটগট পায়ে হোটেলের কাছে চলে এসেছেন, তার হাতে রেজাল্টের শিট। তিনি হতভম্ব চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, 'এই গর্দভ, এইখানে কি করে!'



আমি নির্বিকার গলায় জবাব দিলাম, 'স্যার, খেলা দেখেন, গিবসের সেঞ্চুরী করতে আর ৬ রান লাগবো, ৬ রান!



স্যার হতভম্ব গলায় বললেন, 'এই পুলা কি কয়!! ওই গাধার বাচ্চা, তোর রেজাল্ট দিছে, ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট!'



হারসেল গিবস ডাউন দ্যা উইকেট এলো, শেন ওয়ারন দৌড় শুরু করেও আবার বোলিং রানার আপ থেকে ফিরে গেলো, আমি রুদ্ধশ্বাস উত্তেজনায় ফ্যাসফ্যাস করে বললাম, 'স্যার, রেজাল্টতো আর ফুরাই যাইতেছে না, ওইটা পাওনই যাইব, এই খেলা শেষ হইয়া গেলে খেলা কই পামু...!!'



আমার কোথায় যুক্তি আছে, কিন্তু কথা শেষ হতে পারলাম না, খটাশ করে তীব্র শব্দ হল, হারসেল গিবস ছক্কা মেরেছে! ছক্কা! কিন্তু দাঁড়ানো থেকে মাটিতে ছিটকে পড়েছি আমি!! ঘটনা কি!



হেডস্যার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, পকেট থেকে রুমাল বের করে হাত মুছছেন! যেন আমার গালে ময়লা লেগে ছিল। থাপ্পড়টা ভালো জোরেই মেরেছেন! কিন্তু ক্যান জানি আমি ব্যথা পাই নাই। উঠে দাঁড়িয়ে প্যান্টের ধুলা ঝাড়তে ঝাড়তে বললাম, 'এখন বলেন স্যার, রেজাল্ট কি?'



স্যার তীব্র হতাশায়, ক্ষোভে, দুঃখে গটগট করে হেঁটে চলে গেলেন। আমি অবাক চোখে স্যারের দিকে তাকিয়ে রইলাম, 'স্যার, আমার অপরাধ?'



স্যার আমার অপরাধের কথা বললেন না। ওকে, ফাইন! না বললেন! আমি যথারীতি আবার খেলা দেখতে দাঁড়িয়ে গেলাম, ইশ! ড্যারেল কালিনান বোল্ড ওয়ারন, শুন্য, গোল্ডেন ডাক! ধ্যুৎ! হইলো কিছু এইডা! হইলো না। প্রবল মন খারাপ নিয়ে আমি খেলা দেখতে লাগলাম, ক্লুজনার নামবে এখন, দেখা যাক কি হয়! সে মারাত্মক ফর্মে আছে, এইটা একটা আশার বিষয়! আমি প্রবল মনোযোগে খেলা দেখতে গেলাম। স্যার সম্ভবত তখন কাউকে বলছিলেন, 'গাধাটারে কান ধইরা টাইন্যা লইয়া আয়'।



কারণ, কিছুক্ষণ পর আমি আমার কানের লতিতে তীঘ্ন মানব হস্তের নির্দয় স্পর্শ অনুভব করিলাম!



উল্লেখ্যঃ উক্ত পরীক্ষায় তিনটি লেটারসহ আমি প্রথম বিভাগে পাশ করিয়াছিলাম। এবং অংকে আমার মার্কস ছিল যথারীতি ৩৩ ! কানের পাশ দিয়ে গুলি!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.