![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
ছেলেটা ক্লাসের শেষ বেঞ্চিতে বসে
কোলাহল থেকে দূরে সরে ঘুম রোজ
রোল নম্বর ভীষণ রকম বাজে
শেষ দিক থেকে তিন চারে তার খোঁজ।
ছেলেটা জানত ক্লাসরুম এক ধাঁধা
এখানে জীবন অদ্ভুত খেয়ালের
ব্ল্যাকবোর্ড আর পেন্সিল চকে ঘসে
জায়গা হচ্ছে চারকোণা দেয়ালের।
এখানে মানুষ বনসাই হয়ে বাড়ে
এখানে আকাশ মহা শুন্যেরও দূরে
উড়ে যেতে যেতে ঝঞ্ঝার মত পাখি
এখানে এসেই পাখাদের ফেলে ছুড়ে।
সুতো ছিড়ে যেই ঘুড়ি উড়ে গিয়েছিল
এখানে এসেই ডুবেছে শীতল জলে
পাতায় পাতায় শেকলেরা চেয়ে আছে
ছেলেটা দেখেছে ভীষণ কৌতূহলে।
এখানে আকাশ কবিতা গল্পে লেখা
ফুল পাখিদের রঙ পেন্সিলে আঁকে
এক দুই তিন সংখ্যারা এখানেই
জীবনের মানে ভীষণ মিথ্যে রাখে।
ব্যাগের ভেতর দিন রাত পুষে পুষে
সারি সারি মুখ যখন অংক কষে
ছেলেটা তখন ঘুমিয়ে আকাশ দেখে
ছেলেটা ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে।
-------------------------------------------
লাস্ট বেঞ্চির ছেলেটা/ সাদাত হোসাইন
২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:০৯
আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল।
৩| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:০২
প্রিন্স ঠাকুর বলেছেন: কবিতায় ভাল লাগা প্রকাশ
ভাল থাকবেন সব সময়...
৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৩৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ।
৫| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:৩৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: চমৎকার !
৬| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:৪৫
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার লেখার ধরণ খুব ভাল ,সুন্দর ।শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর