নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

নির্বাসন

২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:১০

রিনি জল ঢালছে গ্লাসে।



আমি বললাম, 'আর ঢেলো না, উপচে পড়বে'। বলা শেষ না হতেই গ্লাস উপচে জল পড়লো মেঝেয়।জল-কাদায় মাখামাখি হল চারধার। সে আমার চোখে তাকিয়ে বিব্রত ভঙ্গীতে হাসল, বলল, 'জগের মুখটা বোধহয় বেশিই বড়'।



আমি তাকালাম, আসলেই তাই। গ্লাসে যতটা জল ধরবার কথা, তার তুলনায় জগের মুখটা বাড়াবাড়ি রকমের বড়। জগটা খানিক কাঁত করতেই গ্লাস উপচে জলের লুটোপুটি, জলের তোরে গ্লাসটাও আছড়ে পরে ভাঙ্গল মাটিতে।



আরেক দিনের কথা।

লম্বা সরু নলের জগ। রিনি পানি ঢালছে বহুদিনের পুরনো এক মগে। বেঢপ সাইজের বিশাল মগ। কিন্তু মগটা কিছুতেই ভরছে না। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম মগের তলায় বিশাল বড় ছিদ্র! লম্বা জগের সরু নলের জল ঢালতেই ঝড়ে যাচ্ছে। রিনি হতাশ চোখে তাকিয়ে থাকল আমার দিকে।



আমি হাসলাম।



রিনি হঠাৎ গম্ভীর হয়ে গেল, বলল, 'এই খেলাটা কিসের মতন জানো?

আমি বললাম, না'।

সে বলল, 'ভালোবাসার মতন'।

আমি অবাক গলায় বললাম, 'মানে?'



রিনি ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে রাতের অন্ধকার আকাশ। সে সেই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, 'দু'জন মানুষ যখন ভালোবাসে, তখন তাদের ভালবাসারা বেশিরভাগ সময়ই এমন, কখনও কখনও একজন যা দেয়, অন্যজন তা ধারণ করতে পারে না। সব উপচে পরে। একসময় আছড়ে পরে সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যায়'।



আমার কি হল জানি না, আমি চোখ নামিয়ে পায়ের নখ দেখতে থাকলাম।

রিনি আমার কাছে এসে দাঁড়ালো, তারপর ঠাণ্ডা শীতল গলায় বলল, 'আবার একজন যা চায়, যতটা শুষে নিতে পারে, অন্যজনের সাধ্য নেই তা দেয়। তখন পাত্রটা ক্রমাগত শুন্যই থাকে। কিংবা, হয়তো, অন্যজনের ভেতর এই মগটার মতন গভীর কিছু ফাঁকিও থাকে লুকানো।'



আমি কথা বললাম না। দেয়ালের দিকে তাকালাম। সেখানে রিনির আর আমার একটা ছবি। জগতের সব ভালোবাসা আর সুখ যেন জমেছিল ওই ছবিতে।



ছবিটা এখন পুরনো। ঝাপসা। বিবর্ণ!

---------------------------------------------------------------

নির্বাসন/ সাদাত হোসাইন

২৫/০৫/২০১৪

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।

২| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:১৯

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগলো.. :)

৩| ২৬ শে মে, ২০১৪ রাত ৯:৫৬

অর্থনীতিবিদ বলেছেন: ছোট হলেও গভীরতা আছে।

৪| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:৫৮

বোকামানুষ বলেছেন: ভাল লাগছে গল্প :)

৫| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:৩৭

দৃষ্টিসীমানা বলেছেন: অল্প কথায় সুন্দর প্রকাশ ।ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.