নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আমরা কেউ কেউ ডাস্টবিন

২৭ শে মে, ২০১৪ দুপুর ১:১৫

ডাস্টবিনেরা কষ্ট জমা করে রাখে,

অদ্ভুত সব কষ্ট। উচ্ছিষ্টের কষ্ট, অবশিষ্টের কষ্ট

অপেক্ষার কষ্ট, উপেক্ষার কষ্ট

রাতের কিংবা ক্ষুধার্তের কষ্ট।

ডাস্টবিন দেখে ঝকঝকে ডাইনিঙরা

সুগন্ধি আতরে নাক চেপে ধরে

অবলীলায় ভুলে যায় নিদাঘ অতীতের গল্প।

আমরা কেউ কেউ সত্যি সত্যিই ডাস্টবিন

বুকের ভেতর অন্যের কষ্টগুলো পুষে বেড়াই অহর্নিশ,

তাদের অদ্ভুত সব পচে যাওয়া সময় আর-

নিঃসঙ্গ রাত্রিগুলো বুকে চেপে অপেক্ষায় থাকি,

কোন এক নক্ষত্রের রাতে, শরীরে সুগন্ধি আতর মেখে

কষ্টের জঞ্জাল ছুড়ে আমরাও চাঁদ দেখব বলে!



কিন্তু আমাদের চাঁদ মেঘে ঢেকে যায়,

সুগন্ধি ভেবে আমরা আসলে অপেক্ষায় থাকি-

অকৃতজ্ঞ ভুল আতরের।

———————————————————

আমরা কেউ কেউ ডাস্টবিন/সাদাত হোসাইন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪

নগর বালক বলেছেন: ফাইন

২| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১২

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার লিখেছেন ।
সত্যিই আমরা কেউ কেউ ডাষ্টবিন । কষ্টের ডাষ্টবিন

৩| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
উচ্ছিষ্টের কষ্ট, অবশিষ্টের কষ্ট

কোন এক নক্ষত্রের রাতে, শরীরে সুগন্ধি আতর মেখে
কষ্টের জঞ্জাল ছুড়ে আমরাও চাঁদ দেখব বলে!


অনেক ভালোলাগা রইল কবি । ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.