![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমি ভীষণ একলা থাকা মানুষ
আমি ভীষণ আমার ভেতর থাকি
যত্ন করে খুব খেয়ালে রোজ
'আমি'টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ অভিমানের মেঘ
আমি ভীষণ ক্লান্ত একা ভোর
কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি
সুখগুলো সব থাকুক না হয় তোর।
আমি ভীষণ মন খারাপের দিন
আমি ভীষণ কান্না মাখা রোদ
অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই
ঋণগুলো সব না হয় হল শোধ।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা
মলাট জুড়ে হাজার আঁকিবুঁকি
আমি ভীষণ একলা থাকা মানুষ
'আমি'টাকে আমার ভেতর রুখি।
--------------------------------------
আমি ভীষণ একলা থাকা মানুষ/ সাদাত হোসাইন
০৫/০৫/২০১৪
২| ৩০ শে মে, ২০১৪ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১০:৫২
অরন্যক বলেছেন: ভাই সাদাত, আপনি আমাকে কিভাবে আপনার কবিতায় ফুটিয়ে তুললেন? "আসলেই আমি ভীষণ একলা থাকা মানুষ"। চমৎকার লিখেছেন। ধন্্যবাদ।
৪| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভালোলাগা!!!
++++
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৪ রাত ১০:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন , সুন্দর লেখনী +