নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

নিঃশব্দ

০৩ রা জুন, ২০১৪ রাত ১০:১৬

তোমার চোখে যে কথারা

লুকিয়ে থাকে,

দহনপুরের দহন ছুঁয়ে

যে জীবনের শব্দ আঁকে।

যেই জীবনের কষ্ট ছুঁয়ে শব্দগুলো হাসল ভীষণ

লুকিয়ে রাখে জীবন জোয়ার

মধুমতির সকল বাঁকে।



তোমার চোখের যেই ভাষারা

অচিনপুরে বলল কথা,

ঢাকল হাসির কলরোলে

বুকের সকল আকুলতা।

যেই জলেরা তোমার চোখে

অহর্নিশি সন্ধি করে,

সেই জলেদের বুকের ভাষা

কে রেখেছে বন্ধি করে।



কে বলেছে শব্দ শুধু

কুয়াশাদের জীবন কথা,

আবছা করে রুধল নদীর

সকল জোয়ার খরস্রোতা।



তোমার চোখের যে কথারা

লুকিয়ে কাঁদে রাত্রি জেগে,

ভোরের আলোয় জল শুকাল

কঠিন পাথর বেগ আবেগে।



সেই জলেদের বুকের ভাষা

না হয় থাকুক চুপটি অমন,

না হয় থাকুক রাতের মতন

খুব একাকী একলা ভীষণ

তবুও জেন, এই এখানে,

আকাশ নীলে, জোছনা গানে

একটা মানুষ অপেক্ষাতে

খুঁজছে রেখা শুন্য হাতে,

জলের ভাষা পড়বে ভেবে

একটা মানুষ অপেক্ষাতে।



তুমি কি তাকে কুড়িয়ে নেবে?

একটুখানি তোমার ভেবে,

কুড়িয়ে নেবে...

----------------------------------------------------

নিঃশব্দ/ সাদাত হোসাইন

৩১/০৫/২০১৪

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ রাত ১১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোমার চোখের যে কথারা
লুকিয়ে কাঁদে রাত্রি জেগে,
ভোরের আলোয় জল শুকাল
কঠিন পাথর বেগ আবেগে।

অনেক অনেক ভালোলাগা রইল ! ++

২| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:



অনেক ভালো লাগলো।




তুমি কি তাকে কুড়িয়ে নেবে?
একটুখানি তোমার ভেবে!



এখানেই শেষ করা যায় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.