![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তোমার মুখ দেখতে চেয়েছিলাম শ্রাবণের রাতে।
মেঘে ঢেকে যাওয়া চাঁদ আমাকে দেখাল অদ্ভুত মুখোশ।
আমি ভাবলাম, এ আমার দৃষ্টিবিভ্রম!
মানুষ মানেই মুখ থাকবে, চোখ থাকবে, চোখ ভরতি জল থাকবে
জলের ভেতর মায়া থাকবে। মায়ার ভেতর মন মানুষের ছায়া থাকবে।
মানুষ মানেই দুঃখ পেলে কাঁদবে হঠাৎ।
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোয় খুব সাহসে ঘর বাঁধবে।
বুকের ভেতর রোজ জমানো অনুভূতির শেকড় ছুঁয়ে
হাসবে ভীষণ, কাঁদবে ভীষণ । মানুষ মানে তার ছায়াতেও
একটা আসল প্রাণ থাকবে, রক্ত ঘামের ঘ্রাণ থাকবে।
মানুষ যদি রঙের ভেতর রোজ ডুবে যায়,
সকাল এবং সন্ধ্যে বেলা, খোঁজ উবে যায়
মানুষ যদি মিথ্যে হাসে, মিথ্যে শত ভানের ভেতর ভালোবাসে
মুখের ভেতর মেকি রঙের ছাপ মাখিয়ে
মানুষ যদি ফানুশ হয়ে এক আকাশে রোজ উড়ে যায়।
কি আসে যায়?
কি আসে যায় মানুষ যদি মুখোশ পড়ে
ঘুণে কাটা কাঠের মতন, ছুতোর ঘুরে আদল লুকোয়।
কি আসে যায়?
মানুষ মানেই মুখ না থেকে, মুখোশ যদি হয় পরিচয়
থাকুক মুখোশ, কান্না-হাসি, ভালোবাসি, সকল থাকুক মুখোশ মাখা
খুব যতনে, ইচ্ছে মতন সবুজ নীলের রঙে আঁকা।
থাকুক কিছু মুখোশ মানুষ, সাজঘরেতে বেহুঁশ থাকুক
আমি না হয় বোকাই থাকি।
আমি না হয় তোমার মতন, 'অমন' হওয়ার ইচ্ছে বাঁধি।
মন খারাপের সন্ধ্যেগুলোয়, যে জল জমা বুকের ভেতর
তার হৃদয়ের সবটা ছুঁয়ে, আমি না হয় একলা কাঁদি।
আমি ভাবি, মানুষ মানেই, এই জোছনায় মুগ্ধ নয়ন
বৃষ্টি জলে সবটা ভিজে, অবাক জলে-জোছনা শয়ন।
মুখের ভেতর, চোখের ভেতর, যে ভাষারা চুপ কথা কয়,
আমি ভাবি, সেই ভাষাতে, মুখোশগুলো যাবেই ভেসে।
মানুষ মানে চোখের ভেতর, ভাসবে হৃদয়
মানুষ মানে সবটুকু সুখ- ভালোবেসে।
-----------------------------------------------------------------
মানুষ!/সাদাত হোসাইন
০৪/০৬/২০১৪
২| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:১০
হামিদ আহসান বলেছেন: আপনার এই গল্পটা আমার পড়া হয়নি। সময় করে পড়ে নিব একদিন। পনের পর্ব চলে গেছে দেখছি......................
৩| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:১২
হামিদ আহসান বলেছেন: ভুলে ভাই অন্য জায়গার মন্তব্য এখানে দিয়ে দিয়েছি। সরি ভাই
৪| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৩
লাবনী আক্তার বলেছেন: মুগ্ধপাঠ কবি। প্রতিটা লাইনই ভালো লাগেছে।
মানুষ মানেই মুখ থাকবে, চোখ থাকবে, চোখ ভরতি জল থাকবে
জলের ভেতর মায়া থাকবে। মায়ার ভেতর মন মানুষের ছায়া থাকবে।
মানুষ মানেই দুঃখ পেলে কাঁদবে হঠাৎ।
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোয় খুব সাহসে ঘর বাঁধবে।
বুকের ভেতর রোজ জমানো অনুভূতির শেকড় ছুঁয়ে
হাসবে ভীষণ, কাঁদবে ভীষণ । মানুষ মানে তার ছায়াতেও
একটা আসল প্রাণ থাকবে, রক্ত ঘামের ঘ্রাণ থাকবে।
খুব সুন্দর।
৫| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:০৭
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: অনেক ভালো লাগলো।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
৬| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:৩৮
ডি মুন বলেছেন: মানুষ মানেই দুঃখ পেলে কাঁদবে হঠাৎ।
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোয় খুব সাহসে ঘর বাঁধবে।
আসলেই তাই।
কবিতায় ভালোলাগা।
৭| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৪১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: মুখের ভেতর মেকি রঙের ছাপ মাখিয়ে
মানুষ যদি ফানুশ হয়ে এক আকাশে রোজ উড়ে যায়।
কি আসে যায়?
কি আসে যায় মানুষ যদি মুখোশ পড়ে
ঘুণে কাটা কাঠের মতন, ছুতোর ঘুরে আদল লুকোয়।
কি আসে যায়?[/su
আপনার কবিতাগুলো আমায় মুগ্ধ করছে !
ভালো থাকুন । আমার ব্লগে আসার নিমন্ত্রণ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:০৭
♥কবি♥ বলেছেন: চমৎকার লাগল। শুভকামনা কবির জন্য। ধন্যবাদ।