| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
এই দুপুরে
কার নুপুরে
কান্না জাগে খুব।
একলা একা
দহন দেখা
তৃষ্ণা মাঝে ডুব।
এই প্রহরে
নেই শহরে
এত্তটুকুন নীল।
কাজল চোখে
ভীষণ শোকে
কান্না জলের ঝিল।
এই দুপুরে
সেই পুকুরে
খানিক ছিল জল।
জল টুকু সব
শুকোয় নীরব
নয়ন ছলছল।
এই একাকী
পায় দেখা কি
অবাক জলের নদী?
একলা মেয়ে
মেঘলা নায়ে
খানিক তাকায় যদি!
ঠিক তাকালো
মন আঁকালো
বরষা এলো খুব।
আমার দুপুর
জলের নুপুর
ছুঁয়েই দিল ডুব।
শহর জুড়ে
দহনপুরে
অবাক জলের ঢেউ
জলের মেয়ে
থাকনা চেয়ে
কাজল ছুঁয়ো কেউ...
---------------------
সেই মেয়েটি/ সাদাত হোসাইন
১২.০৪.২০১৪
২| 
১০ ই জুন, ২০১৪  রাত ৮:৩৫
চড়ুই বলেছেন:  ভাই আপনার ছরা দেখে আমারও ১ টা ছরা মনে পরলঃ
খোকন খোকন ডাক পারি
খোকন মোদের কার বাড়ী
আই রে খোকন ঘরে আই
দুধ মাখা ভাত কাকে খাই।
 
  
  
  
  
  
  
  
 
৩| 
১০ ই জুন, ২০১৪  রাত ৮:৫৩
একজন ঘূণপোকা বলেছেন: 
ভালো
৪| 
১০ ই জুন, ২০১৪  রাত ৯:৩৬
ডি মুন বলেছেন: বেশ ছন্দোবন্ধ কবিতা। ভালো লাগলো। বিশেষ করে এই লাইনগুলো 
এই একাকী
 পায় দেখা কি
 অবাক জলের নদী?
একলা মেয়ে
 মেঘলা নায়ে
 খানিক তাকায় যদি!
৫| 
১০ ই জুন, ২০১৪  রাত ১১:২৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
দারুণ ছন্দময় কবিতায় অনেক ভালোলাগা !
আপনার ভেতর অনেক বড় কবি হবার
সম্ভাবনারা উঁকি ঝুঁকি মারছে দেখছি ! 
ভালো থাকুন । 
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪  রাত ৮:৩০
অনিক্স বলেছেন: খুব খুব ভালো লাগলো। ভালো থাকবেন।