নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আগন্তুক!

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:১৩

পালিয়ে যাব ভেবেই সেদিন, পায়রাগুলো উড়িয়ে দিলাম।

পুড়িয়ে দিলাম রোজ বাজারের ফর্দগুলো, হিসেব নিকেশ,

খেরোখাতার সকল হিসেব, ছড়িয়ে দিলাম উনুন জুড়ে।

উড়িয়ে দিলাম নাটাই কেটে লাল ঘুড়িটা।

যেই বুড়িটা কাঁদত বুকে ভীষণ ভয়ে, 'কি হবে কি'!

তার মাথাটাও গুঁড়িয়ে দিলাম, খুব সহজে।

তোমার হাতের সেই চুড়িটাও ভেঙ্গে দিলাম এক লহমে।

অহম সকল ভাসিয়ে দিলাম বেঁচে থাকার ভুল জীবনে।

পালিয়ে যাব ভেবেই সেদিন, ভয়গুলো সব তাড়িয়ে দিলাম

বাড়িয়ে দিলাম সেই থলেটা, জমছিল যা এক দু আনায়।

হারিয়ে দিলাম বাঁধন ছেঁড়ার শঙ্কাগুলো,

বেঁচে থাকার সংজ্ঞাগুলো 'মূল্যবিহীন' 'বেচেই দিলাম'।

ভাঙা ঘরের জানলাগুলো মাঠের মতন মেলে দিলাম।

তোমার অমন হাঁট বাজারে, যে স্বপ্নদের বসতো নিলাম

তাদের সকল ছেড়েই এলাম। অনেক বছর, রাত্রী-দিনে,

যা কিনেছি 'রৌদ্র-ঘামে', যা কিনেছি 'রুদ্র-দামে', 'চিন্তা বেচে',

পালিয়ে যাব ভেবেই সেসব বিকিয়ে দিলাম, শুন্যহাতে।



কিন্তু যখন পর ছেড়েছি, ঘর ছেড়েছি একলা পথে রাত নিশীথে,

পা বাড়াতে হঠাৎ দেখি, পায়ের ছাপে 'ছাপ' থেকে যায়

অথৈ জলে ছড়িয়ে থাকা শেকড়গুলোয়, ভালোবাসার তাপ থেকে যায়।

পালিয়ে যাব ভেবেই সেদিন, মূল্যবিহীন যা হারালাম

শুন্য হাতে আজ তাকিয়ে হঠাৎ দেখি,

ঘরের পথেই পা বাড়ালাম।

------------------------------------------------------

আগন্তুক!/ সাদাত হোসাইন

০৯/০৬/২০১৪

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮

ডি মুন বলেছেন: বাহ, ভীষণ ভালো লাগলো। দারুণ লিখেছেন,

কিন্তু যখন পর ছেড়েছি, ঘর ছেড়েছি একলা পথে রাত নিশীথে,
পা বাড়াতে হঠাৎ দেখি, পায়ের ছাপে 'ছাপ' থেকে যায়
অথৈ জলে ছড়িয়ে থাকা শেকড়গুলোয়, ভালোবাসার তাপ থেকে যায়।
পালিয়ে যাব ভেবেই সেদিন, মূল্যবিহীন যা হারালাম
শুন্য হাতে আজ তাকিয়ে হঠাৎ দেখি,
ঘরের পথেই পা বাড়ালাম।

২| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৩

সময়ের ডানায় বলেছেন: দারুন লিখেছেন।

অসম্ভব ভালো লাগা+++

৩| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৫২

মিনুল বলেছেন: দারুণ!

৪| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: সাদাত হোসাইন ,



ভাঙা ঘরের জানলাগুলো নয় , কবিতাময় একটি মনের জানালা যেন মেলে দিলেন মাঠের মতন । তার ফাঁক গলে দেখলুম, সে মাঠে পলাতক একজনের পায়ের ছাপ সব শব্দমাদকতার গন্ধ নিয়ে পড়ে আছে । যে পলাতক ঘরে ফিরবে বলেই একদিন নিশীথে ঘর ছেড়েছিলো ।

এর পরেও কি বলতে হবে, ছড়িয়ে থাকা পঙতিগুলোয়, ভালোলাগার তাপ থেকে যায় ? ??

৫| ১২ ই জুন, ২০১৪ রাত ১:৫৫

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: মুগ্ধ। মুগ্ধ। মুগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.