নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মেসি, ম্যারাডোনা ও নীল সাদা পতাকা

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:২০

টাক মাথা হক সাবে, ছেড়ে দিয়ে এসিটারে

চিৎকার দিয়ে কন, ছাড়ল কে 'মেসি'টারে?

ছয় ছ'টা জোয়ানেরে, কি করে সে কাঁটাল?

টিনটিনে বাম পায়ে, গোল পোস্ট ফাটাল?



দাঁড়ালেন-বসলেন, বসলেন-দাঁড়ালেন,

হক সাব গলাটারে, আরও কিছু বাড়ালেন।

ও বাসার ছোকড়াটা, বড় বেশি কথা কয়,

ঢেকে দিছে বাড়িটারে, নীল সাদা পতাকায়!



দুদিনের ছোকরাটা, ফুটবল কি বোঝে?

ম্যারাডোনা, মেসিতে, ছাইপাশ কি খোঁজে?

হাত দিয়ে গোল দেয়, কি না কি খেলোয়াড়!

ওর চেয়ে ভালো খেলে, ও পাড়ার দেলোয়ার!



মেসি নামে ছোকরাটা, এ যুগে না এলে

নাম ধাম ভোলাত, আমাদের সে 'পেলে'

ইশ, কি যে খেলত, কালো সেই ছেলেটা

ফুটবল মানেই, আমাদের 'পেলে'টা!



আর্জেন্টিনা নাম, ফালতু ও টিমটা,

প্রতিবার দিয়ে যায়, হাঁসেদের ডিমটা।

তারচেয়ে শত ভালো, আমাদের বেরাজিল,

আমরাই সেরা সেরা, ওরা সাদা-ছেড়া নীল।



ও বাসার ছোকরাটা, জানালায় দাঁড়িয়ে,

নীল সাদা পতাকাটা, চুপিসারে বাড়িয়ে।

আকাশের দিকে চেয়ে চুপিচুপি বলে যায়,

ভালোবাসা মানে হোল, যুক্তির 'বেলা' যায়।



লাভ ক্ষতি ঢের ভালো, ব্যাবসা ও দোকানে,

কত কেনা, কত বেচা, জানে না তো ও-কানে।

তারচেয়ে এসো দেখ, ম্যারাডোনা মেসিতে,

খেলা আছে, জাদু আছে, ভালোবাসা বেশিতে।



এই ভালোবাসা মানে, সেই চোখ কান্না,

ম্যারাডোনা নামে জমা, আবেগের বন্যা।

ম্যারাডনা মানে হোল, জীবনের গল্প,

বেঁচে থাকা সবটাই, হেরে যাওয়া অল্প।



ম্যারাডোনা নাম জুড়ে অবিরাম যুদ্ধ,

ঠিক যেন চেনা কেউ, শান্ত বা ক্রুদ্ধ!

ম্যারাডোনা মানে যেন ফুটবল ঈশ্বর,

তবু বলি তুলনাকে, 'চুপ থাক, ইশ! সর'!



মেসি মানে ফুটবলে, নতুন এক অভিধান,

জাদু আর বিস্ময়ে, লিখে চলা স্ব-বিধান।

ফুটবল মাঠ যেন আঁকা আছে পা-ছাপে,

থাক তবে তুলনাটা, ভালোবাসা না মাপে!



জানালায় উঁকি দিয়ে হক সাব তাকালেন,

আকাশের দিকে চেয়ে ভ্রুগুলো বাঁকালেন।

ওকি রঙ আকাশেতে!! 'ছেলেটা' ও 'সে' তাকায়,

আকাশটা সেজে আছে, নীল-সাদা পতাকায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার, মুগ্ধ।

২| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০২

একজন সুখীমানুষ বলেছেন: ওকি রঙ আকাশেতে!! 'ছেলেটা' ও 'সে' তাকায়,
আকাশটা সেজে আছে, নীল-সাদা পতাকায়।

চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.