![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
এলোচুলে কে? ভিজল জলে,
মেখে গেল মায়াদের এই বাদলে।
আজ এলো কে, ভেজা আঁচলে
সন্ধ্যার মেঘে ভেসে ডুব অতলে।
কে তাকাল ওই, আমি 'আমি' নই
ডুবে গিয়ে দৃষ্টির নীল মায়া ছুঁই।
মায়াবতী মেয়ে, মেঘে জলে নেয়ে
শরীরের ভাঁজে ভাঙে, কেয়া, চাঁপা, জুই।
কে ছুঁয়েছে ফুল? বরষার ভুল
জানলার কাচে আঁচ রুদ্র আগুন।
গলে যাবে যদি, শ্রাবণের নদী
কুয়াশায় বাঁধো কেন তপ্ত অরুণ?
এলোচুলে কে, ভেজা আঁচলে,
ফিসফিস কাব্যরা ডাকে কাজলে।
ছেড়েছে কে হাল? কে হল মাতাল?
ভেসে গেল কেয়া চাঁপা ঝড় বা জলে।
জলে ভেজা মেয়ে, নিঃশ্বাসে বেয়ে
আরও কাছে আসে যদি সঙ্গোপনে।
আমিই হব জল, ভেজাবো আচল
ঢেউ হয়ে ডোবাবই,পাল, পবনে...
------------------------------------
তেষ্টা/ Sadat Hossain
২| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৮
(একজন নিশাদ) বলেছেন: ভাল লাগল
৩| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: শেষটা বেশি ভাল লাগলো ।
৪| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১৯
আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন
৫| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:৫০
শুভ্র শৈশব বলেছেন: আরাম করে পড়লাম। সুন্দর...!
৬| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:০৬
ডি মুন বলেছেন: কে ছুঁয়েছে ফুল? বরষার ভুল
জানলার কাচে আঁচ রুদ্র আগুন।
গলে যাবে যদি, শ্রাবণের নদী
কুয়াশায় বাঁধো কেন তপ্ত অরুণ?
কবিতায় ভালো লাগা রইলো
৭| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৩
শুঁটকি মাছ বলেছেন: এত সুন্দর করে লেখেন কিভাবে?
ফেসবুকে শেয়ার দিলাম।
৮| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৫
আমি স্বর্নলতা বলেছেন: ছন্দময় কবিতা! খুব ভালো লাগল।
৯| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৫
আম্মানসুরা বলেছেন: বাহ
১০| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন দারুন দারুন
১১| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
মিঠু জাকীর বলেছেন: ভাল লাগল । আরেকবার পড়বো ।
১২| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:০৯
রিদওয়ান এইচ ইমন বলেছেন: ভাল লাগা ছেয়ে গেল।সাদাত ভাইকে এখানেও পেয়ে পুলকিত হলাম!!
১৩| ২৪ শে জুন, ২০১৪ সকাল ৭:১২
রাহাগীর মনসুর বলেছেন: অপূর্ব
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনোমুগ্ধকরা ------অসাধারণ