| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
যেও না এই মেঘের দুপুর রেখে
যেও না এই বাদল একা ফেলে,
একটা ভেজা ভীষণ একা পাখি
বুকের সকল দুঃখ গুলো মেলে।
যেও না এই জলের সাড়া রেখে
কোথায় যাবে এমন মেঘের দিনে?
বুকের ভেতর আঙুল ছুঁয়ে দেখ
মনের দামে কি রেখেছি কিনে!
পাতার দলে ঘাসের জমিন জুড়ে,
কি জমেছে শিশির যেমন জমে!
মেঘের ভেতর জলের কণার মতন
কি জমেছে নিত্য অবাক শ্রমে!
যেও না এই মেঘের মায়া রেখে
এই পাখিটা একলা একা থাকে,
চুপটি করে বুকের জলের রঙে
কার ছবিটা প্রার্থনাতে আঁকে।
------------------------------------
যেও না/ সাদাত হোসাইন
২৩/০৬/২০১৪
২| 
২৪ শে জুন, ২০১৪  সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে +
৩| 
২৪ শে জুন, ২০১৪  সকাল ১০:৩৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
যেও না এই জলের সাড়া রেখে
কোথায় যাবে এমন মেঘের দিনে?
বুকের ভেতর আঙুল ছুঁয়ে দেখ
মনের দামে কি রেখেছি কিনে!
আপনার কবিতাগুলো বেশ আলাদা ধরণের !
বিশেষ ভালোলাগা রইল ! ভালো থাকুন । 
৪| 
২৪ শে জুন, ২০১৪  সকাল ১০:৪৯
সেজুতি_শিপু বলেছেন: খুব ভাল  লাগলো ।
৫| 
২৪ শে জুন, ২০১৪  সকাল ১১:২৮
আমি স্বর্নলতা বলেছেন: ভালো লাগল কবিতা।
৬| 
২৪ শে জুন, ২০১৪  দুপুর ১২:২৪
সাইফুল সোহেল বলেছেন: Nice
৭| 
২৪ শে জুন, ২০১৪  বিকাল ৪:০৯
ডি মুন বলেছেন: 
পাতার দলে ঘাসের জমিন জুড়ে,
কি জমেছে শিশির যেমন জমে!
মেঘের ভেতর জলের কণার মতন
 কি জমেছে নিত্য অবাক শ্রমে! 
ভালো লাগলো। 
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৪  সকাল ৯:৪৮
মাহবু১৫৪ বলেছেন: ++++++