| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
- 'তুমি বড় হয়ে কি হবে?'
মেয়েটা ঘাড় বাঁকিয়ে বলেছিল, 'চোর হব'।
- 'চোর?!'
- 'হা।'
- 'কেন?'
- 'কেন আবার? তোমাদের বয়ামভর্তি যে আচার, কেউতো আমায় তা একটুও দিল না। আমি তাই বড় হয়ে চোর হব, তারপর সবটা আচার চুরি করে খেয়ে ফেলব'।
দু কাঁধে বেণী ঝুলিয়ে ফোলা ফোলা গালগুলি আরও খানিকটা ফুলিয়ে সেই ফ্রক পড়া ছোট্ট মেয়েটা কি অদ্ভুতভাবেই না বলেছিল চোর হবার কথা! 
আজ বছর কুড়ি পরে, ছন্নছাড়া, স্বপ্নহীন এই আমায় যদি সেই মেয়েটা এসে উল্টো জিজ্ঞেস করে, 'তুমি কি হতে চাও?'
আমিও আজ তার চোখে স্থীর চোখ রেখে বলব, 'চোর হব'।
সে যদি তখন জিজ্ঞেস করে, 'চোর? চোর কেন?'
আমি বলব, 'কেন আবার? আমার বুকের সবটাভর্তি যে তুমি। কিন্তু কই? কেউতো আমায় তোমাকে একটুও দিল না। দিবেও না। তাই চোর হয়ে আমি সবটা তোমায় চুরি করব'।
মেয়েটা তখন কি বলবে?
কি বলবে কে জানে!
তবে সে আমাকে ডাকাত হতে বলেছিল!
তার নাকি দস্যিপনা ভীষণ পছন্দ! 
----------------------------------------------------
চোর-ডাকাত/ সাদাত হোসাইন
১৯/০৬/২০১৪
২| 
২৭ শে জুন, ২০১৪  দুপুর ২:৪৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন:  
  
 
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৪  রাত ৯:০২
গাধা গরু বলেছেন:
  
  
 
বিয়ে করে ফেলুন।