![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তুই ছিলি এইখানে বাতাসের গন্ধে,
তুই ছিলি রোজ দিন, রোজ ভালো-মন্দে।
তুই ছিলি কবিতায়, 'মন-মন' মেশাতে,
'আমি-তুই', চুপি চুপি, ভাবনার নেশাতে।
তুই ছিলি, তুই নেই, বাকী সব থাকছেই,
কান পেতে শুনে দেখ, সব তোকে ডাকছেই।
তুই নেই তবু যেন সবটাই থেকে যায়
তোর ছোঁয়া, চুপি চুপি, ঠিক তোকে রেখে যায়...
----------------------------------------------
ছোঁয়া/ সাদাত হোসাইন
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২২
মকসুদ মনি বলেছেন: মনের ভিতর যে "তুই" এর বসবাস
নিয়তঃ জেগে থাকে সে
অনুভবের স্পর্শে।