![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।
বৃষ্টি এলেই কিনে নেব, এই পৃথিবীর সবটা নদী,
মাতাল ঢেউয়ে পাতাল ছোঁব, একটু কাছে এলেই যদি।
কাজল জলে ভাসুক না চোখ, তবুও ডেকো একটু কাছে,
বৃষ্টি এলেই বুকের জলে, অশ্রুগুলো মোছার আছে।
বৃষ্টি এলেই তোমার বুকে, মেঘের মতই কাঁদব দেখ,
জমিয়ে রাখা সবটা প্রেমে, আমায় তবু জড়িয়ে রেখ।
নীল শাড়ীটার আঁচল জুড়ে, তুমিই না হয় আকাশ হলে,
বৃষ্টি এলেই এই আমি ঠিক, ভিড়েই যাব মেঘের দলে।
বৃষ্টি এলেই ভাঙল ছাতা, নীল পলিথিন উড়েই গেল,
মাতাল হাওয়ায় নিভল আলো, মেঘের জলে জীবন এলো।
লুকিয়ে থাকা সকল কথা, এই এ বেলা কাব্য হলো,
বৃষ্টি এলেই সবটা তুমি, আর কি নিয়ে ভাববো বলো!
বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।
--------------------------------------------------------
বৃষ্টি এলেই/ Sadat Hossain
১৪/০৮/২০১৪
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৫
আদনান ফারাদী বলেছেন: সুপার