![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
বিষাদের আকাশ ছুঁয়ে বলি 'ভালো আছি'
'ভালো আছি' ডেকে বলি অচেনা শহর।
অচেনা মানুষ বলে, কতটুকু কার ছিলি তুই? কতটুকু কে তোর?
আমি বলি, আমি নেই, হারিয়েছি সেই কবে,
পরবাসী মেঘের ভেতর।
--------------------------------------------
আমি নেই/ সাদাত হোসাইন
০৬/০৯/২০১৪
২।
আমাদের দিন কেটে যায় বিস্যুদবারের অপেক্ষায়।
রবি থেকে সোম, সোম থেকে মঙ্গল, বুধ।
আমাদের দিন কাটে পরাভবে মুক্তির অপেক্ষায়।
তারপর কোন একদিন, হাতের রেখায় তাকিয়ে হঠাৎ দেখি
আসলে দিন নয়, দিন গুনে, দিনে দিনে-
কেটে গেছে আস্ত জীবন।
-----------------------------------
সময়/ সাদাত হোসাইন
০৪/০৯/২০১৪
৩।
মানুষেরা জলের মতন।
নিচু ভূমি পেলেই বান হয়,
ভাসিয়ে নেয় ঘর-গৃহস্থালি, উঠান,
বিবিধ ফসলের মাঠ আর স্বপ্ন।
চট
করে বদলে যেতে পারে থালা বাটি ঘটির
আদলে।
কিংবা পলকে জলোচ্ছ্বাস।
মানুষেরা জলের মতন,
বুকের ভেতর জিঘাংসার প্লাবন
পুষে রেখে
মুখোশের ভেতর হাসে মৃদু ঢেউ হয়ে।
-----------------------------------
আমি মানুষ ভয় পাই/ সাদাত হোসাইন
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অদ্ভুত ভালো লেখেন আপনি !