![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
কতটা বেঁচে থাকা, মরে যাওয়া নয়,
কতটা দূরে যাওয়া, সরে যাওয়া নয়।
কতটা রোদ এলে নিকানো উঠোন,
ভিজে যাওয়া কান্নার স্মৃতি ভুলে রয়।
কতটা নিরবতা, আর ভাষা নয়,
কতটা ডুবে যাওয়া, পার ভাসা নয়।
কতটা প্রেমিক হলে বুকের ভেতর
জেগে ওঠে ডুবোচর, অমোঘ প্রণয়।
কতটা ছুঁয়ে যাওয়া, ভালোবাসা নয়,
কতটা ভীষণ রাত, আলো-আশা নয়।
কতটা আধার ঝড়ে বিবাগী নাবিক
জাহাজের মাস্তুলে গুনেছে প্রলয়।
কতটা কাছে থাকা, কাছে থাকা নয়,
কতটা উধাও হলে, পাছে থাকা নয়।
কতটা ঘৃণা পুষে একাকী দুপুর
হুহু করা কান্নায় ভালোবাসা হয়।
কতটা বুকের জলে শ্রাবণের মেঘ
চুপিচুপি চোখেদের জলে কথা কয়।
কতটা বেঁচে থাকা, মরে যাওয়া নয়,
কতটা দূরে যাওয়া, সরে যাওয়া নয়।
কতটা ছুঁয়ে দিলে বুকের ভেতর
মাঝরাতে কেঁপে ওঠে তৃষিত হৃদয়।
---------------------------------------------
কতটা প্রেমিক হলে/ সাদাত হোসাইন
০৭/০৯/২০১৪
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: ভালো লিখেছেন ।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা ভালো লাগলো।।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭
অর্নি বলেছেন: কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়?
কতটা পথ পেরুলে পাখি জিরোবে তার ডানা?
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়?
প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা।
কত বছর পাহাড় বাঁচে ভেঙ্গে যাবার আগে?
কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে?
কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে?
বলবে তুমি দেখছিলে না তেমন ভাল করে।
কত হাজারবারের পর আকাশ দেখা যাবে?
কতটা কানপাতলে তবে কান্না শোনা যাবে?
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে?
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে।
কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়?
কতটা পথ পেরুলে পাখী জিরোবে তার ডানা?
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়?
প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা.....
** Bob Dylan এর Blowing in the wind এর বাংলায় ট্রান্সলেট করা কবির সুমন এর গাওয়া এই গান টা শুনেছেন নিশ্চই....
ভালই লিখেছেন
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: ++++
শুভকামনা