![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তুই ছুঁলে হতে পারি একা চাঁদ রাতটায়
রোজ ঘুম ভেঙে দেব ঠিক ঠিক সাতটায়।
মর্নিং ওয়াকেতে শুরু হবে হাঁটাও
ছেড়ে দেব সিগারেট, ঝুপড়ির চা'টাও।
তুই ছুঁলে হয়ে যাব, বৃষ্টির ফোঁটাটা
চাইলেই লিখে দেব, জীবনের গোটাটা।
----------------------------------------
২।
আমার মন খারাপের রাত,
তোমার অমন অমল হাত,
যদি চুপ ছুঁয়ে যায় গাল।
আমি ঢেউয়ের মতন ক্রোধে,
সকল ঋণের হিসেব শোধে,
হই নিরন্ন মাতাল...
-----------------------------
৩।
এইখানে আছে এক মায়াবতী নদী
ছুঁয়ে দেখ যদি
গলে যাবে পাথরের মন অবধি।
৪।
উষ্ণতাদের যট্টুকু এই শরীর বয়ে চলে
কট্টুকু তার জ্বরের ঘোরে? কট্টুকু তুই ছুঁলে?
কট্টুকু বল থার্মোমিটার মাপতে পারে একা?
উষ্ণতাতে কট্টুকু জ্বর, সত্যি থাকে লেখা?
পারলে তাদের সবটা মাপিস, শরীর ছুঁয়ে ভুলে।
উষ্ণতাদের সবটাতে তুই
কি আর হবে ছুঁলে...!
------------------------------------
৫।
এই ঘুম না আসা রাতে
আমার একলা একা হাতে
শুধুই জাগছে জীবন রেখা।
এমন বিষাদ আবেশে,
রেখায় কি লিখেছে সে?
পড়া হয় নি আমার শেখা।
৬
আমার মন বলছে যাবে, ভেসে তোমার উজান গাঙে,
যেথায় মাতাল ঢেউয়ের তোড়ে, দেহের পাড়গুলো সব ভাঙে।
যেথায় তুমুল জলের মাতম, বাজে শঙ্খচিলের ডানায়,
মেঘের ভীষণ নিনাদ বুকে, দুপুর হঠাৎ সন্ধ্যা ঘনায়।
তুমি আঁচল ভেজা জলে, তবু মৌনী মেয়েই থাক,
জলের সবটা বুকে পুষে, দূরে ঢেউগুলো সব রাখ।
আমি ঢেউয়ের দেশের মাঝি, আমি পাড় ভাঙা ঢেউ দেখি,
যখন সন্ধ্যা ঘনায় রোজ, তোমার চোখের ভেতর একী!
শোন, জলের দেশের মেয়ে, শোন, জলেই প্রবল ঢেউ,
তুমি ভিজলে কেবল জলে, তবু মাতাল হল কেউ।
আমি ঢেউয়ের দেশের মাঝি, আমি পাল তুলি, পাল তুলি,
মেয়ে, ঢেউয়ের বাদ্য তোল, না হয় নোঙ্গর এবার ভুলি..
৭/
আমাকে বলতেই পারো 'নীল কষ্টের কাব্য',
তবুও, সেই তোমাকেই 'এই তুমি' বলেই ভাববো...
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২
জয় অপূর্ব বলেছেন: সুন্দর লিখেছেন। শুভকামনা...
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২
জয় অপূর্ব বলেছেন: সুন্দর লিখেছেন। শুভকামনা...
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
ডি মুন বলেছেন: ৪।
উষ্ণতাদের যট্টুকু এই শরীর বয়ে চলে
কট্টুকু তার জ্বরের ঘোরে? কট্টুকু তুই ছুঁলে?
কট্টুকু বল থার্মোমিটার মাপতে পারে একা?
উষ্ণতাতে কট্টুকু জ্বর, সত্যি থাকে লেখা?
পারলে তাদের সবটা মাপিস, শরীর ছুঁয়ে ভুলে।
উষ্ণতাদের সবটাতে তুই
কি আর হবে ছুঁলে...!
দারুণ। সবগুলোই সুন্দর লাগলো। তবে ২ আর ৫ "আমার রাত জাগা তারা'' গানের মতো সুরেলা।
সকাল সকাল মিস্টি কবিতা পড়লাম। কবিকে শুভেচ্ছা।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই সুন্দর । ২য় ভালোলাগা +
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২২
দুখাই রাজ বলেছেন: চমৎকার লিখেছেন ভাই ++++++ শুভ সকাল ।