![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
যেতে চাইলে যেও,
নিয়ম করে বুকের ব্যাথার ওষুধটুকু খেও।
রোজ সকালে ঘুমটা ভেঙে একটু খানি হেঁটো
সুখের সকল গল্প এবার যত্ন করে এঁটো।
যেতে চাইলে যেও,
আমার চেয়ে ঢের ভালো আর কাউকে হঠাৎ পেও।
তার আঁচলে শিউলী ফুলের মন ছিটিয়ে দিও
ভালোবাসার সবটা ঢেলে হৃদয় কিনে নিও।
চাইলে যেতে যাও,
রাতদুপুরে লাগলে একা, ওষুধ কিনে নাও।
ওষুধটুকু যাচ্ছ ফেলে, এমনি করে কই?
আমি কি আর তোমার বুকের ব্যাথার ওষুধ নই?
----------------------------------------------------
ওষুধ/ সাদাত হোসাইন
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪
আমিনুর রহমান বলেছেন:
আহা ! বেশ !!
আমি কি আর তোমার বুকের ব্যাথার ওষুধ নই?
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারুণ কবিতা ! ++
ভালো আছেন আশা করি ?
৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
মোর্শেদ আলম কায়ান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯
সরদার হারুন বলেছেন: ভাই, আপনি কি " ও" অক্ষরটির ব্যবহার নিয়ে গভেষণা করছেন ?
না কবিতা লিখছেন ?
ধন্যবাদ ।