![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমি ভোর হলেই, তোর হয়ে রই, ঘোর বয়ে যাই দিন,
এমন গভীর করে, অনাদরে, লুকাই কিসের ঋণ!
এমন তোর হয়ে রই, অঝর অথৈ, অবাক স্বপন গান,
আমার জীবন জুড়ে, কান্না খোড়ে, গোপন অভিমান।
আমি রাত নিশীথে, ভীষণ শীতে, তোর খুঁজেছি ওম
আমার জীবন মানেই, কান্না জানেই, বিষণ্ণ বিভ্রম।
------------------------------------------------------
কে/ সাদাত হোসাইন
২১/১১/২০১৪
২| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
বলেছেন: +
৩| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭
একজন সৈকত বলেছেন:
আমার জীবন জুড়ে, কান্না খোড়ে, গোপন অভিমান।
----------------
ভালো লাগা +
৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৪
আলম দীপ্র বলেছেন: সুন্দর !