![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমার জন্য জলের ফোঁটা নিও,
এক জীবনের কান্না, বিষাদ, তার গোটাটা দিও।
আমার জন্য একটা পুকুর নিও,
একলা থাকা বিষণ্ণতার কষ্ট দুপুর দিও।
আমার জন্য একটু শিশির দেখ,
আঙুল ডগায় ছুঁয়ে যাবার তেষ্টাটুকু রেখ।
একটু রেখ দিন-
তাও জেনে যাও এই জীবনে শোধ হবে না ঋণ!
----------------------------------------------------
জলকাব্য/ সাদাত হোসাইন
২৪/১১/২০১
বৃষ্টি নামে নামুক,
বুকের ভেতর পদ্মপাতায়
জলের কণা থামুক।
বৃষ্টি ঝড়ে ঝরুক,
মেঘবালিকা, বুকের ভেতর
জলের লেখা পড়ুক।
..
-বৃষ্টিকাব্য/সাদাত
বৃষ্টি নামে নামুক,
বুকের ভেতর পদ্মপাতায়
জলের কণা থামুক।
বৃষ্টি ঝড়ে ঝরুক,
মেঘবালিকা, বুকের ভেতর
জলের লেখা পড়ুক।
..
-বৃষ্টিকাব্য/সাদাত
২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নীরবে, নিভৃতে আপনি স্বরবৃত্ত আর মাত্রাবৃত্ত ছন্দে অন্ত্যমিলের কবিতা লিখে যাচ্ছেন। আপনার একাগ্রতায় আমি মুগ্ধ, এবং আপনার কবিতাগুলোও খুব উঁচু মাপের।
শুভেচ্ছা থাকলো।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর জলকাব্য ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২২
মাতাল প্রেমী বলেছেন: বেশ । ভাবনাটা বেশ !