| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
থৈ থৈ জোছনায় ভেসে যাচ্ছে বারান্দা।
কি হয়েছে কে জানে! বারন্দার কার্নিশ ঘেঁসে দাঁড়িয়ে শরীর কাঁপিয়ে হাসছে নিতু। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি! এত সুন্দর কি করে হয় মানুষ! জারুল পাতার ফাঁক গলে ক'ফালি জোছনা এসে পড়েছে নিতু'র মুখে। আমি অফুরন্ত মুগ্ধতায় বুঁদ হয়ে বললাম, 'তুমি কি জানো? তুমি এই অদ্ভুত পূর্ণিমার মুগ্ধ চাঁদের মতন?'
নিতু মাথা নেড়ে বলল, 'জানি'।
আমি বললাম, 'সত্যি জানো?'
নিতু হঠাৎ গম্ভীর হয়ে বলল, 'হু, এই চাঁদ আর আমার মধ্যে সত্যিই কোন তফাৎ নেই।অবিকল এক'।
নিতুর গলাটা কেমন কাঁপছে। চোখের কোণায় কি কিছু জমছে? আমি ওর হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে বললাম, 'জানো? আজকের চাঁদটা আর সব চাঁদের চেয়ে অনেক বড়। কি অপূর্ব জোছনা দেখেছ! কি অসাধারণ! পৃথিবীতে এরচেয়ে সুন্দর আর কি আছে?'
নিতু একবার চাঁদটার দিকে তাকাল। একবার আমার দিকে। তারপর ভীষণ ঠাণ্ডা গলায় বলল, 'আমরা শুধু জোছনাটাই দেখি, চাঁদের দহনটা দেখি না, দেখি?'
আমি অবাক চোখে নিতুর দিকে তাকালাম। সে ফিসফিস করে বলল, 'সবাই যেমন আমার হাসি দেখে মুগ্ধ হয়ে তাকায়, হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাগুলো কখনও কেউ দেখে না। তেমনি চাঁদেরও। আমরা কেবল চাঁদের অদ্ভুত সুন্দর জোছনাটাই দেখি। ভয়াবহ সূর্যতাপে পুরে যাওয়া তার দহনটা আর দেখি না। দেখি?'
আমি স্থানুর মতন দাঁড়িয়ে রইলাম। কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। নিতুর চোখের কোণায় জমে থাকা সেই কিছু একটা গলে গলে পড়ছে গাল বেয়ে। নীতু হাসছে শরীর কাঁপিয়ে।
চাঁদের দহন জোছনায় মাখামাখি হয়ে ইথারে ইথারে ভেসে যাচ্ছে তার অদ্ভুত হাসি...
----------------------------------------------------------------------------
দহন/ সাদাত হোসাইন
১০/০৮/২০১৪
২| 
২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১৪
অপ্রতীয়মান বলেছেন: হাস্যোজ্জ্বল মুখের পিছনে আন্ত-দহনে যারা পুড়তে থাকে হরদম, তাদের কষ্টটা বোঝার সত্যিই কেউ থাকে না।
লেখায় ভালোলাগা জানিয়ে গেলাম ![]()
৩| 
২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: সাদাত হোসাইন , 
আমরা কেবল চাঁদের জোছনার মতো মানুষের বাইরে আলোকছটাই দেখি , ভেতরে ভেতরে তার পুড়ে যাওয়াটাকে দেখিনে । 
এ সত্যটা গল্পের থীমটিতে অল্প কথায় উজ্জল হয়ে জ্বলছে ।   ভালো লাগলো ।  
৪| 
২২ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:২৯
শাহরীয়ার সুজন বলেছেন: অনেক ভালো লাগলো। শুভেচ্ছা...
৫| 
২২ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১১:৪৮
আলম দীপ্র বলেছেন: বেশ লাগল লেখাটি ! বাহ !
৬| 
২২ শে ডিসেম্বর, ২০১৪  সকাল ১১:৫৯
জুন বলেছেন: আমরা কেবল চাঁদের অদ্ভুত সুন্দর জোছনাটাই দেখি। ভয়াবহ সূর্যতাপে পুরে যাওয়া তার দহনটা আর দেখি না।   
নিদারুন সত্যি । 
অনেক ভালোলাগলো কথাগুলো ।
+
৭| 
২২ শে ডিসেম্বর, ২০১৪  দুপুর ২:০৪
নাজনীন পলি বলেছেন: সুন্দর লেখা !!
৮| 
২২ শে ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:২০
অশ্রুত প্রহর বলেছেন: বেশ লাগল। ++  
 
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: গহন যন্ত্রনা গলে গলে পড়ে.....................

একেবারে হৃদয় গলিয়ে দেয়া লেখা
++++++