| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাদাত হোসাইন
	লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
নেশায় ডুবে যাক শহর, গলির শিষ কাটা লাল চোখ যুবক, 
ডুবে যাক শ্মশান কিংবা গোরস্থান। 
বুঁদ হয়ে থাক সকাল, সন্ধ্যা, রাত। রোদ কিংবা অজস্র বৃষ্টিপাত। 
বুঁদ হয়ে থাক উদ্ভ্রান্ত বুক। 
নেশায় ডুবে থাকা মানুষ, চুমুকে চুমুকে সব দুঃখ শুষুক। 
মাতাল মাদকে কাটুক জমে থাকা পুরাতন শোক, 
আজ চৌদিকে নেশাদের বান ডেকে যাক, তোমার অমন মাদক চোখ।
~ নেশাচোখ/ সাদাত 
১৫.০১.২০১৫
২| 
১৭ ই জানুয়ারি, ২০১৫  সকাল ৮:০৫
জাফরুল মবীন বলেছেন: দুঃখিত শব্দটা হবে ‘মুগ্ধ’ ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫  সকাল ৮:০৪
জাফরুল মবীন বলেছেন: মুদ্ধ হওয়ার মত কবিতা