![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তুমিও জানি রোজ রোজ কাঁদো,
ভেজা চোখ জুড়ে মাশকারা আঁকো,
লাল লিপস্টিকে, রঙ মাখা ঠোঁটে, খুব হেসে যাও খুব।
একা রাত্তির বালিশের পাশে,
তবুও জীবন কী দীর্ঘশ্বাসে!
ভাঙা আয়নাটা মিথ্যে ভীষণ, মিথ্যেরা অপরূপ!
তবুও জীবন রোজ জলে লেখা,
ধূসর ক্যানভাস জলরঙে শেখা,
ডুবে যাওয়া মন, ডুবে যায় রোজ, অদ্ভুত চোরাবালি।
যে বুকের তাপে জীবনের গান,
তার সব জুড়ে লেখা অভিমান,
ঝলমলে এই জীবনের নিচে, মিথ্যের জোড়াতালি।
~ সাদাত হোসাইন
১২/০৪/২০১৫
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫
মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর তো!
কবিকে শুভেচ্ছা অবিরত...