![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
আমায় দিও জল,
জল ধরতে তোমার অমন
শুভ্র করতল।
আমায় দিও নদী,
বেহিসেবী ভেসে যাওয়ার
ইচ্ছে নিরবধি।
একটা আকাশ দিও,
তার বিনিময় এই জনমের
হিসেব সকল নিও।
নীল জোছনাও সেধো,
একলা রাতে ছোট্ট বুকে
একটু না হয় কেঁদো।
আমায় তোমায় দিও,
বুকের ভেতর তেষ্টা পেলেই
সবটা আমায় পিও।
আমায় দিও ছুঁয়ে,
সেই ছোঁয়ারা শুদ্ধ থাকুক
সমর্পণে নুয়ে।
~ সাদাত
৩১/০৫/২০১৫
২| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:০২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভাই আপনার লেখা আমার অনেক ভাল লাগে
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!