![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ কেউ কেউ শেয়ার করেন বিলাস বহুল অনেক বড় লোকদের সাথে, কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন কী আপনার পাশের বাসার দরিদ্র সেই বাচ্চাটি, পিতা হারা সেই বাচ্ছাটি, রাস্তায় রাস্তায় ভহুরে বেড়ানো এই টুকাই ছেলেটি কিভাবে ঈদ পালন করছে?
ঈদের দিন কিংবা বিশেষ কোনোদিন রেস্টুরেন্টে প্রেমিকার সাথে হাজার টাকার বার্গার-জুস না খেয়ে এতিম বাচ্ছাটাকে ১০০ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে দেন, ওয়েটার কে ২০ টাকা বকশিশ না দিয়ে রিকশায় চড়ে আসা মেহনতি মানুষটাকে ৫টা টাকা বাড়িয়ে দিন।
এতিমখানার এতিম গুলার প্রতি একটু নজর দিন। বৃদ্ধাশ্রম এ থাকা সেই মহান মানুষগুলার প্রতি একটু নজর দিন
মা-বাবা কে খুশি বিলিয়ে দিন অন্যের খুশির ভেতরে।
©somewhere in net ltd.