নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারন ছেলে।

সাদ্দাম বিডি

সাদ্দাম বিডি › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে দারিদ্রতা বেড়েছে

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪০

বাংলাদেশে বর্তমানে তৃণমূল পর্যায়ে দারিদ্রতা বেড়েছে।
সরকার ও সরকারপক্ষীয় লোক মুখে মুখে যতই পটর পটর করুক বাস্তবে দেশের সাধারণ জনগণের যে করুণ অবস্থা চলছে তা সচেতন নাগরিক বলতেই সহজেই অনুমেয় করতে পারেন। দেশের প্রতিটি পণ্যের উর্ধ্যগতি নিয়ন্ত্রণ করতে আওয়ামী সরকার পুরোপুরি ব্যর্থ। কর্মসংস্থানের ঢালমাতাল অবস্থা আর সেই জন্যই জীবনের রিস্ক নিয়ে সমুদ্রপথে বিদেশে পাড়ি জমাতে গিয়ে দুঃসহনীয় যন্ত্রণার শিকার হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষগুলো। ময়মনসিংহে যাকাতের জন্য পদদলিত হয়ে ২৭জন গরীবের মৃত্যু। গার্মেন্টসে দেশের শ্রমিকরা ৮ঘন্টার জায়গায় ১৬ঘন্টা ডিউটি করেও ন্যায্য মুজুরীর জন্য আন্দোলন করতে গিয়ে সরকারি বাহিনীর হাতে মার খায়।
আমরা নাকি নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি তাহলে যাকাতের জন্য গরীবদের দৌড়াতে হবে কেন? দেশের নিম্নশ্রেনীর তরুণরা পাচারের শিকার হচ্ছে কেন? দিনদিন কর্মসংস্থানের ঘাটতি কেন?দেশের সর্বস্তরে এতো দুর্নীতিবাজ, দুর্নীতি ছড়িয়ে পড়েছে কেন?
পৃথিবীর যেকোন দেশের আর্থিক উন্নতি হলে সেই দেশে তুলনামূলকভাবে দুর্নীতি কমে যায়। কর্মসংস্থান বাড়ে এতে দেশের তরুণরা সন্ত্রাসী কার্যকলাপে সহজে জড়িয়ে পড়েনা। সমাজের সার্বিক উন্নতি হয় সাথে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়ে কিন্তু আমাদের বাংলাদেশতো দিনদিন গর্হিত হচ্ছে! এর মূল কারণ কি??
হা, যদি মনে করি দেশ নিম্ন মধ্যম আয়ে পরিণত হয়েছে সেটা সরকারি রিজার্ভ ব্যাংকের পড়ে থাকা অর্থের জন্য হিসাব কসতেই পারেন। সুইস ব্যাংকে ধনীদের টাকার হিসেবে দেশ হয়তো উন্নতি হয়েছে হিসেবে কসতে পারেন, বিদেশে রাষ্ট্রীয় অবহেলায় পড়ে থাকা পরিশ্রমি শ্রমিকদের রেমিটেন্সের হিসেবে দেশের উন্নতি চিন্তা করতে পারেন। কিন্তু বাস্তবে দেশের আভ্যন্তরে সাধারণ জনগণ কেমন আছে সেটা একবার চিন্তা করে দেখুন? একসময় হাজারখানি টাকা হলে একটা পুরো পরিবার আনন্দের সহিত ঈদটা সেরে ফেলত আর এখন ঈদ আসলে গরীবের মাথায় বাজ পড়ে যেন।
জয়নাল আবেদীন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.