![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরিয়ার পানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় সেটা জানা যেমন কঠিন তেমনি প্রবাস নামক সংসারের শেষটা কোথায় সেটাও জানা সহজ নয়।
আপনি অর্থাৎ যিনি আজ থেকে ৮/১০বছর আগে সৌদি আরবে এসেছিলেন তখন হয়তো ভেবেছিলেন ২/৩টা বছর থেকে কিছু টাকা সঞ্চয় করে দেশে চলে যাবেন।
কিন্তু সময় বড় অপয়া নয়তো ভাগ্যবান সেই আপনি এখনো পরবাসী হয়েই আছেন। বিস্ময়কর ব্যপার হলো বিয়ের পরেই সাধারণ প্রবাসী ছেলেদের মধ্যে আমুল পরিবর্তন ঘটে। আজ যিনি চিন্তা করছেন কয়েকটা বছর থেকে একেবারে দেশে গিয়ে কিছু একটা করে খাবেন কালই উনি অর্থাৎ বিবাহের পরে ভাবেন কিংবা ভাবতে বাধ্য হন যে আর কয়েকটি বছর থাকি!
এভাবেই সোনালি দিনগুলি হারিয়ে যায় জীবন থেকে। উত্তোলন ঘটে বিস্মৃত কষ্টের মুহূর্ত নতুবা উদ্দম সুখানুকাব্যের তবে সুখটা আবার মানসিক অসুখও নিয়ে আসে।
চলমান জীবনে পুরুষদের স্বর্গীয় সুখ ত্যাগ করতে হয় অনেক সময়।।
©somewhere in net ltd.