![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৭ সালে যখন বিদেশ আসার নিয়তে পাসপোর্ট বানিয়ে নিয়ে আসলাম, তখন আমার প্রেমিকা আমাকে জিজ্ঞেস করল, তুমি কোন দেশে যাচ্ছো? বললাম
- মালয়েশিয়া অথবা সিংগাপুর।
- ঐসব দেশে না গেলে হয় না?
- কেন?
- না, শুনেছি ঐসব দেশের নাকি মেয়েরা নাকি ভালো না..., আমার খুব ভয় হয়।
- তাহলে কোন দেশে গেলে তুমি খুশি হবে? - সৌদি আরব, সৌদিতে কোনো প্রকার অশালীনতা নেই, পাঁচ ওয়াক্ত নামায বাধ্যতামূলক, সব মেয়েরাই বোরখা পরে কারন বোরখা পরাও বাধ্যতামূলক, আমার কোনো ভয় থাকবে না তোমাকে নিয়ে।
-ঠিক আছে দেখা যাক।
ভাগ্য আমায় ঠিকি সৌদি আরব নিয়ে এসেছে কিন্তু কী লাভ হলো, বিদেশ আশার কয়েক মাস পরেই তার বাবা তাকে বিয়ে দিয়ে দিয়েছে! সেই কথা গুলো মনে পড়লে মনটা কেধে উঠে।
বিঃদ্রিঃ মালয়েশিয়া, সিংগার প্রবাসীরা মনে কষ্ট নিবেন না প্লীজ।
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
সাদ্দাম বিডি বলেছেন: সব ঠিক ঠাক হওয়ার পরে বলেছিলো কিন্তু তখন আমার কিছু করার ছিলো নাহ!
২| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০
কাবিল বলেছেন:
৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জেনে খারাপ লাগলো।
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩
সাদ্দাম বিডি বলেছেন: এটাই বুঝি ভাগ্য
৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
ভিটামিন সি বলেছেন: বিয়েটা আসলে একটা চক্র। আপনি চক্রের বাইরে পড়ে গিয়েছিলেন, তাই ওই চক্রাকার পথে আর ঘোরা হয়নি। আর সিংগাপুর প্রবাসীরা রাগ করবো কেন? সিংগাপুরের সেক্সুয়াল কন্ডিশন বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছে। কোন মেয়ে যদি স্বল্প বসনেও রাত ১০-১২-০২ টার সময় রাস্তায় ঘুরে বেড়ায় এখানে তাহলেও কেউ কিছু বলতে সাহস পাবে না। কারণ মেয়ে পুলিশ কমপ্লেইন দিলেই আপনার ৩০০০ ডলার জরিমানা, ৩ বছরের জেল, বিদেশী হলে সিংগাপুর থেকে বের করে দিবে আর পাসপোর্টে লাল সিল পড়বে, পাছার উপর তিনটা সন্ধি বেতের বাড়ি দিবে যার কারণে বাকি জীবনে আর আপনি কোমর নিয়ে কিছু করতে পারবেন না।
বাংলাদেশের কি অবস্থা তা তো আজকের প্রথম আলোতেও দেখতে পেলাম। দুলাভাই এর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণ।
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১
সাদ্দাম বিডি বলেছেন: তাই নাকি!
৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬
গোল্ডেন গ্লাইডার বলেছেন: মন খারাপ হইয়া গেলু
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
সাদ্দাম বিডি বলেছেন: সরি বস্
৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫
খায়রুল আহসান বলেছেন: আপনার ভাগ্যের সফলতার কথা জানতে পেরে (সৌদি আরব গমন) খুশী হ'লাম আর বিড়ম্বনার কথা জানতে পেরে (প্রেমিকার অন্যত্র বিয়ে) দুঃখ পেলাম। আশাকরি এখান থেকে জীবন আপনাকে শুধু সামনের দিকেই এগিয়ে নিয়ে যাবে।
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
সাদ্দাম বিডি বলেছেন: আমীন
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: বিয়ের আগের আপনার প্রেমিকা আপনাকে বলে নাই যে, তার বাবা বিয়ে দিয়ে দিচ্ছে?