নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারন ছেলে।

সাদ্দাম বিডি

সাদ্দাম বিডি › বিস্তারিত পোস্টঃ

অন্ধের লাঠি আর ক্লাশ এইট পড়ুয়া নাজমুস সাকিব।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

অন্ধের লাঠি আর ক্লাশ এইট পড়ুয়া নাজমুস সাকিব।

নাজমুস সাকিব তখন ক্লাস সিক্সে পড়ছিলো। ঐ সময় তার প্রতিবেশী অন্ধ আঙ্কেলকে দেখে সাকিবের ভাবনা আসে তাকে লাঠি ছাড়া চলাফেরা করানো যায় কিনা। এতটুকুন ছেলে, যখন তার গেম নিয়ে ব্যস্ত থাকার কথা, তখন সে ইলেকট্রনিক্স নিয়ে পড়তে লেগে যায়, কদিনেই তৈরী হয়ে গেলো একটি ডিভাইস, সাকিব যার নাম দিয়েছে 'স্মার্ট কন্ট্রোলার গ্লাস।'

ভিডিওতে দেখুন সাকিব দেখাচ্ছে, কি ভাবে একজন দৃষ্টিহীন মানুষ তার যন্ত্রটিকে চোখে লাগিয়ে বাধা গুলিকে বীপ শব্দ দিয়ে বুঝতে পারছে। ১৮০ ডিগ্রী এঙ্গেলে কয়েকটি সেন্সর বসিয়ে ডিভাইসটি তৈরী হয়েছে, অনেকটা গাড়ি পার্ক করার সেন্সরের মতো, সেটিরই একটি মিনিয়েচার ভার্সন বলা যেতে পারে। এটি ব্যবহার করলেও দৃষ্টিহীন ব্যক্তিটির সম্ভবত লাঠি ব্যবহার করতে হবে উচু নিচু বোঝার জন্যে। সাকিব তার গবেষণা চালিয়ে যাচ্ছে তার আবিস্কারকে পূর্ণাঙ্গ রূপ দিতে।

বাংলাদেশে ক্ষুদে বৈজ্ঞানিকদের শ্রেষ্ট পুরস্কারটি নাজমুস সাকিব পেয়েছে এবছর, আর পেটেন্ট হয়েছে তার আবিস্কারটি। সৌদি আরবের 'দি সেনটেনিয়াল ফান্ড' সাকিবকে পুরস্কৃত করে, ইয়ং এন্টারপ্রেনিয়ার হিসাবে গত ৩রা নভেম্বর রিয়াদে। পুরস্কারের পরিমান ১৫ হাজার রিয়াল।

গতকাল সন্ধ্যায় রিয়াদে রাষ্ট্রদূত গোলাম মসিহ তার বাসভবন 'বাংলাদেশ হাউজে' প্রবাসী আর সৌদিদের আমন্ত্রণ জানান সাকিবকে পরিচয় করিয়ে দিতে। এন্টারপ্রেনিউরিয়াল আন্দোলনের একজন প্রবক্তা সোহায়েল চৌধুরী, রিয়াদ দুতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডাক্তার হাসান আর সৌদি আরবের দি সেনটেনিয়াল ফান্ডের ডক্টর আব্দুল আজিজ আল মোতাইরী ফেসবুকের মাধ্যমে সাকিবের আবিষ্কার নিয়ে যোগাযোগ করেন। তার ফলাফল হচ্ছে এই বাংলাদেশী মেধাবী আবিষ্কারকের আন্তর্জাতিক স্বীকৃতি। প্রিন্স আব্দুল আজিজ বিন আবদুল্লাহ, সৌদি আরবের ডেপুটি ফরেন মিনিস্টার বিশ্বের নব্য উদ্যোক্তাদের এভাবে স্বীকৃতি দিয়ে থাকেন তার ফিলান্থ্রপিক সংস্থা 'দি সেন্টিনিয়াল ফান্ডের' মাধ্যমে। ২০১৩ সনে তিনি নোবেল লরিয়েট ডক্টর ইউনুসকে গ্লোবাল এন্টারপ্রেনিউয়ার পুরস্কারটি দেন।

বাংলাদেশে এখন ৩ জন সাকিব, যাদের নাম আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়ছে,-- একজন ক্রিকেট খেলেন, একজন কোরানুল করিম তেলওয়াত করেন, আর একজন অন্ধকে পথ দেখাতে চান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

প্রামানিক বলেছেন: শিশু বিজ্ঞানীর জন্য শুভেচ্ছা রইল।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

সাদ্দাম বিডি বলেছেন: সৌদি আরবে থাকলে এসে সাক্ষাৎ করে যেতে পারেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.