নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ঠেকে শিখা আর দেখে শিখা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

পিপড়া বিদ্যার আগের বিদ্যা ছিল টেলিভিশন বিদ্যা, এওয়ার্ড পেয়ে তিশা গিয়েছিল কলকাতায়, সেখানে মমতার উপস্থিতিতে তিশাকে দারুণ অসম্যান করা হয়েছিল, বাঙ্গালী কৃতি চার কন্যাকে সেদিন সম্মাননা দেয়া হয়েছিল যেখানে ছিল বিপাশা বসু, বিদ্যাবালান সহ আরো দু'জন, তিশাকে পাশে দাঁড় করিয়ে রেখে তারা সকলে কোলাকোলি মাখামাখি, তিশা অসহায় হয়ে মুখে হাসি ধরে রেখেছিল, আমি টিভিতে দেখে বুকটা ফেটে যাচ্ছিল, এটা পুরো দেশের অপমান ছাড়া আর কিছু নয়, ঘরে ডেকে এনে অপমনা করা ছাড়া আর কিছু নয়, পত্রিকায় আর ফেবু ব্লগে প্রতিবাদ এর ঝড় উঠেছিল।

ফারুকি সেদিন নিশ্চিত বুঝেছিল দাদারা কোন জিনিস, আর তাই মাঝের মধ্যে ফেবুতে একটু একটু হিন্টস দিয়ে সতর্ক করে দেন দাদাদের হতে সাবধান।

ফারুকি ঠেকে শিখেছে আমরা যেন দেখে শিখি।

দেব এর দুই বাঙলা এক করার বাসনা আমাদের কি ইংগিত দেয় সেটা যেন একটু বুঝে শুনি চলি।



বি.দ্র. আমি দুঃখিত ওপার বা এপার বাঙলার কারো মনোবেদনা হয়ে থাকলে, কিন্তু এটা বাস্তবতা, কাজগুলো হয়েছে এবঙ হচ্ছে, পানি রাজনীতির কথা এখানে আনলামনা, সংস্কৃতি কেন্দ্রিক হীনমন্যতার উদাহরণ আনলাম, আমরা চাইনা এমন করে ভাবতে তাই দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে এবঙ তা স্বতন্ত্রভাবে, দুই বাঙলা এক হবেনা হবেনা হবেনা, আমর যুদ্ধ করে স্বাধীন হয়েছি আমরা আবার শেকল পড়তে চাইনা, দেবরা হিন্দি আগ্রাসনে থাকলে আমাদের থেকে পরামর্শ চাইতে পারে কিন্তু ডালে চালে মিক্স করে আমাদের বিভ্রান্ত করার সুযোগ নেই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

রেজওয়ান করিম বলেছেন: ২ বাংলা এক করার কোন কারণ নেই। এক করতে চাওয়াটাই ভুল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫

বাকপ্রবাস বলেছেন: হুম, পশ্চিম বাঙলা অস্তিত্বহীনতায় ভূগছে হিন্দির আগ্রাসনে তাই তারা ডালচালে মিক্স দিয়ে টিকে থাকতে চায়

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: দাদারা মুখে মুখে অন্তরে নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫

বাকপ্রবাস বলেছেন: হুম, খুবই ধন্যবাদ আপনাকে

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৮

এনামুল রেজা বলেছেন: যুক্তিযুক্ত এবং ভাল কথা বলেছেন আপনি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন এনামুল রেজা ভাই

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: পশ্চিম বাংলার সাথে একাত্মতা মানে স্বতন্ত্রহীনতা।
ওরা নিতে জানে দিতে নয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

বাকপ্রবাস বলেছেন: সঙস্কৃতি ভাব আদান প্রদান হতে পারে কিন্তু কারো পেটে ঢুকে যাওয়া যাবেনা, বাঙলাদেশ দিতে যানে, তারা এগিয়ে আসলে অবশ্যই ভাল কিছু হতে পারে, কিন্তু তারা কি এগিয়ে আসবে? অতীত তা বলেনা এবঙ বর্তমানও

ধন্যবাদ জানবেন

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন: পশ্চিম বাংলার সাথে একাত্মতা মানে স্বতন্ত্রহীনতা।
ওরা নিতে জানে দিতে নয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

বাকপ্রবাস বলেছেন: বাঙ্গালী সঙস্কৃতির রাজধানী হয়ে উঠছে ঢাকা, পশ্চিম বাঙলা হারিয়ে যাবে হিন্দির জোয়ারে, ওরা অস্তিত্ব রক্ষার জন্য আমাদের উপরই ভর করবে, তাই তার এই চালটা দিতে চাইছে, দুই বাঙলা এক করার, সেই স্বপ্ন পুরন হবেনা কোনদিন, প্রশ্নই আসেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.