নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অমানিশার কালে

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮


খোকা খুকিরা ঘর ছেড়েছে
মা বলেছে যা
দাবি দাওয়া আদায় ছাড়া
ঘরে ফিরবিনা।
খোকা খুকিরা স্কুল ছেড়েছে
শিক্ষক বলেছে যা
দেখিয়ে দে বুড়ো চেলাদের
নিয়ম নীতির ঘা।
খোকা খুকিরা পথে নেমেছে
প্রিন্ট মিডিয়া হা
বুদ্ধিজীবির মুখে কুলুপ
কিছুই বলছেনা।
খোকা খুকিদের কান্ড দেখে
বাবার চোখে জল
কেমন করে পারলি তোরা
কোথায় পেলি বল?
খোকা খুকিরা দেখিয়ে দিল
লাগল হাওয়া পালে
তবুুও যাদের চোখ খোলেনি
খুলবে কোন কালে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

ফেনা বলেছেন: আনেক ভাল হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:০১

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্যি। আমার মনে হতো, আমাদের আগামী প্রজন্ম মেরুদণ্ডহীন। দেশ, জাতিত্ব, স্বাধীনতা এসব নিয়ে তাদের মাথাব্যথা নেই। এখন দেখছি, তারা আমাদের চেয়ে বেশ সচেতনতা। বরং আমাদের প্রজন্মই বেকুব, উদাসীন, মেরুদণ্ডহীন। আমরা যেটা পারিনি তারা সেটা করে দেখিয়েছি।
স্যালুট তাদের..... স্যালুট....

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

বাকপ্রবাস বলেছেন: আমিও দারুণ হতাশায় ছিলাম, নতুন প্রজন্ম এর চাল চলন চিন্তা ভাবনা ইত্যাদি নিয়ে হতাশায় থাকতাম, ভাবতাম তারা চিন্তা করেনা, ভোগ বিলাশী আত্মজ স্বপ্ন নিয়ে বড় হয়, আর আমাদের ছাত্র রাজনীতির মানে হল, অন্য ছাত্ররা যাতে রাজনীতিতে না আসে, যারা নৈরাজ্য করতে পারবে শুধু তারাই যেন রাজনীতিতে আসে, নতুন প্রজন্ম সেই বস্তাপঁচা রাজনীতিটা এড়িয়ে সামাজিক ভাবেই দেখিয়ে দিল এবং আশার আলো জ্বালিয়ে দিল। আমি খুবই আবেগাপ্লুত তাদের এই আন্দোলনে আশাবাদী হতে শুরু করলাম। তীব্র করুনা আমাদের বুদ্ধিজীবি ও প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকতার প্রতি যারা লাভে ও লোভে চুপসে আছে। নতুনের জয় হোক।

আপনাকে খুবই ধন্যবাদ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: অনেক ভালো হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন আপি

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: জানি না বাচ্চারা কোথায় গিয়ে শেষ করবে বা আমাদের বড়দেরই বা দায় দায়িত্ব কি? ক্যামেরা হাতে কেউ আলিয়েন্স ফাসে বা ল্যাবএইড এর সামনে যাবেন না। একটু আগে ছবি তোলার সময় তারা দলবদ্ধ ভাবে আমাকে শারীরিক ভাবে আঘাত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, শেষে সব ছবি ডিলিট করে ক্যামেরা ফেরত দেয়। আমি মর্মাহত এবং উদ্বিগ্ন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

বাকপ্রবাস বলেছেন: মনে মনে যে কথাটা ভাবছি কিন্তু বলতে পারছিনা সেটা হচ্ছে, ছোটদের এই আন্দোলনের পক্ষে আমি, লাগামহীণ রাষ্ট্রীয় সন্ত্রাষকে চপেটাঘাত করেছে ছোটরা। তাই এটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট।
ভয় যেটাতে সেটা হল আমাদের এই প্রজন্ম এর ব্যাক্তিগত নৈতিক পারফর্মেন্স কতটুকু সেটা নিয়ে। আমার অগাধ ধারনা নেই কারন দীর্ঘদিন প্রবাসে আছি তবে, আমার ঘরের চারপাশে ছেলেপুলের চালচলন ঘেটে যা বুঝি তা হল, তারা ডিজিটাল, বড়দের আন্ডাইস্টিমেট করে, নিজেকে একটা কিছু মনে করে।
অপর দিকে সিনিয়র ভার্সিটি স্টুডেন্টরা বিভিন্ন ইস্যু নিয়ে বিপক্ষ মতকে মা, বাবা নিয়ে যেসব গালাগাল করে সেগুলো ভাষায় প্রকাশ করা দূরহ, সেসব এর প্রভাতো ছোটদেরও পড়বে।
হ্যান্ড পোষ্টারে যেসব ভাষা দেখতে পাচ্ছি সেগুলো এডিট করা কিনা জানিনা, তবে সেটা যদি প্রকৃতই হয় তাহল অবাক হবনা, কার পূর্ব প্রজন্ম অনলাইনে গালিগালাজ করে শিক্ষিত অশিক্ষিত সকলেই, আর তার ষ্টান্ডার্ডও খুব নোংরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.