নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

টুনটুনি

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩


ঐ দেখা যায় টুনটুনি
গাছের পাতার ফাঁকে
খোকাবাবু চুপটি করে
ডেকে আনে মা'কে।

টুনটুনিটা চাইযে তার
পুষবে নাকি খাঁচায়
ধরতে গেলে তিড়িংবিড়িং
এদিক সেদিক নাচায়।

টুনটুনিটা দেয়না ধরা
খোকাবাবু কাঁদে
মা বলেছে সবুর কর
মিলবে দুদিন বাদে।

টুনটুনিটা আসল ঠিকই
ঘর হয়েছে আলো
খোকাবাবুর টুনটুনিটা
ছিল ভীষণ ভালো।

আবার যখন ঝগড়া করে
মা'যে দেখে হাসে
এমন মধুর ঝগড়া যেন
স্বর্গ নেমে আসে।

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো লিখেছেন..... :D

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর হয়েছে খোকাবাবু ও টুনটুনির কথা।

শুভকামনা জানবেন।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

বাকপ্রবাস বলেছেন: হুম, খোকা বাবু পাখী টুনটুনি চাইল, পরে পেল বোন টুনটুনি।

খুবই ধন্যবাদ নেবেন কিন্তু

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

নজসু বলেছেন: দারুণ!

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
চমৎকার!!

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন জাকির ভাই

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কবিতা চমৎকার।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সরকার ভাই

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

হাবিব বলেছেন: অাপনার লেখায় মুগ্ধতা, এক দমে শেষ করলাম

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল কিন্তু

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

মাকার মাহিতা বলেছেন: আর একটু দীর্ঘ হওয়া প্রয়োজন ছিল।

কবিতা পাঠে বেশ আনন্দ পেলাম। ভাল লিখেছেন। বরাবরের মতোই।

শুভকামনা রইল।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

বাকপ্রবাস বলেছেন: খোকা টুনটুনি চাইল, মা বলল সবুর কর তোমার বোন আসবে, শেষে বোন আসল এবং তার সাথে পরে ঝগড়াও শুরু হল, সেই সুবাদে আর বড় করলামনা।

ধন্যবাদ জানবেন কিন্তু

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


এটা কি কবিতা? আমার তো মনে হয় ছড়া, মন্তব্যে কেহ কেহ কবিতা বলছেন!

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

বাকপ্রবাস বলেছেন: এটা অবশ্যই ছড়া, অনেক গড়পড়তা কবিতা বলে থাকে, পদ্যকেও অনেকে কবিতা বলে থাকে পার্থক্য খেয়াল না করে

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

আকিব হাসান জাভেদ বলেছেন: সু্ন্দর ছড়া । ভালো লাগলো ।
টুনটুনিটার নাচন দেখে
খোকাবাবু নাচে
টুনটুনিটা বন্ধু হলো
খুুকা বাবুর কাছে ।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

বাকপ্রবাস বলেছেন: দোয়েল পাখী তায়না দেখে
খুশিতে দেয় শিষ
চড়ুই পাখী কিচিরমিচির
করছে অহরর্ণিশ

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ছন্দের সাথে টুনটুনির নৃত্য, সব মিলিয়ে অসাধারণ হয়েছে কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন সৈয়দ তাজুল ইসলাম ভাই

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

মাকার মাহিতা বলেছেন: কবিতা বা পদ্যঃ
শব্দের ছন্দোময় বিন্যাস যা একজন কবির আবেগোত্থিত অনুভূতি, উপলব্ধি ও চিন্তাকে সংক্ষেপে এবং উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে উদ্ভাসিত করে এবং শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে। কাঠামোর বিচারে কবিতা নানা রকম। যুগে যুগে কবিরা কবিতার বৈশিষ্ট্য ও কাঠামোতে পরিবর্তন এনেছেন। কবিতা শিল্পের মহত্তম শাখা পরিগণিত।

ছড়াঃ
মানুষের মুখে মুখে উচ্চারিত ঝংকারময় পদ্য। এটি সাধারণতঃ স্বরবৃত্ত ছন্দে রচিত। এটি সাহিত্যের একটি প্রচীন শাখা। যিনি ছড়া লেখেন তাকে ছড়াকার বলা হয়। ‘ছেলেভুলানো ছড়া’, ‘ঘুম পাড়ানিয়া ছড়া’ ইত্যাদি ছড়া দীর্ঘকাল যাবৎ প্রচলিত।

সুত্রঃ উইকিপিডিয়া

কবিতা আর ছড়া কাছাকাছি। তাই ছড়াকে কবিতা বলা যাবে না কি?

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

বাকপ্রবাস বলেছেন: আপনার সুন্দর মন্তব্য এর জন্য খুবই ধন্যবাদ নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবিতা, পদ্য ও ছড়া।

সাধারণভাবে আমরা পয়েম বা কবিতা বলে থাকি কথার কাথায়, এই কবিতা বলতে আমরা ছড়া, পদ্য ও কবিতা তিনটা অংশকেই মুখের ভাষায় সাধারণভাবে বলে থাকি। সেই সূত্রে যিনি লেখেন তাকে পয়েট বা কবি বলে থাকি। তবে এই তিনটা ক্ষেতে পার্থক্যটা আছে যেমন

ছড়া আর পদ্য এর সাথে মিলটা বেশী। ছড়া বা পদ্য ছন্দে লেখা হয়। অন্ত্যমিলটা অবশ্যই থাকে। তারপর থাকে ব্যাকরণ যা বৃত্ত ছাছে ঢেলে লেখা হয়। আগেকার কবিরা বৃত্তটা মানতো খুব করে, স্বর হোক মাত্র হোক বা অক্ষরবৃত্ত হোক। তারা সেটা খেয়াল রাখতো খুব।
বর্তমান সময়টা খুবই স্পিড এবং অস্থির তায় বর্তমান কবিরা বৃত্ত মেনটেইল করার সময় পায়না কারন তাদের নানান কাজে বিজি থাকতে হয়, জীবন জীবিকা কবিতা লিখে চলেনা তায় কবিতা হয়ে উঠেছে তাদের কাছে সেকেন্ড অপশন এবং সময় যেহেতু কম তায় তারা গ্রামার মেন্টেইন করে কম। কেউ কেউ করে যারা সচেতন।
ছড়ার কোন অর্থ থাকতে হবে তেমন নয়, অর্থ ছাড়াও অন্ত্যমিল ঠিক রেখে ছড়া লেখা হয়, যেমন আগডুম বাগডুম এটার কোন অর্থ নেই। পদ্য আর ছড়া কাছাকাছি হলেও পার্থক্য হল পদ্য এর আকার ছড়া হতে বড় হয় সাধারণত, আর পদ্য হয় অর্থপূর্ণ, ছন্দ আর অন্ত্যমিল সেটা থাকে পদ্য আর ছড়ায়।
পদ্য এর সাথে কবিতা পার্থক্য হল পদ্য হয় সহজ সরল, সাধারণ শব্দের যদি শব্দার্থ করি যে অর্থটা দাঁড়াবে পদ্যেরও সেই অর্থ দাঁড়াবে। যেমন বাঁশ বাগানের মাথার উপচর চাঁদ উঠেছে অই এই লাইনটা কি বুঝিয়েছে সেটা আর ব্যাখ্যার প্রয়োজন নেই, সহজ, সরল স্বাভাবিক এবং অন্ত্যমিল থাকবে, কিন্তু কবিতার বেলায় তা হয়না সাধারণত, সেখানে শব্দের অর্থ এক আর কবিতার ভাব হয় অন্য বেশীরভাগ ক্ষেত্রে, সেখানে উপমা নির্ভর হয় বেশী, সিনেমায় যেমন তুমুল ঝড়ের একটা সিনারী দিয়ে বুঝানো হয় সামনের দুঃখের দিন আসবে, তেমনি কবিতার বেলায়ও, হাজার বছর ধরে হাঁটিতেছি পৃথিবীর পথে, এখানে একজন লোক হাজার বছর হাঁটা সম্ভব নয়, এটা হল কবিতার ধরণ, এখানে পুরো সভতা ঢুকে গেছে একটা লাইনে, হাজার হাজার বছর ধরে একটা জাতির ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বয়ে আনল একটা লাইনে, এটাই কবিতা। তায় কবিতার ওজন বা ভার ছড়া বা পদ্য থেকে বেশী হয়। ছড়া বা পদ্য চাইলে লেখা যায় কিন্তু কবিতা লিখতে গেলে জানতে হয় বেশী। যারা না জেনে কবিতা লিখবে তারা নিজেরাই বুঝতে পারবেনা সেটা কী হল।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

আরোগ্য বলেছেন: দারুণ ছড়া।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

বাকপ্রবাস বলেছেন: অনন্ত ধন্যবাদ আরোগ্য

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

টুটুল বলেছেন: ভাই, যদি কিছু মনে না করেন, ব্লগার মাকার মাহিতা'র প্রশ্নের উত্তরে যে উত্তর দিয়েছেন, একদম ঠিক এবং জ্ঞানগর্ভ কথা। তার সাথে আমি একটু যোগ করি। ইংরেজিতে দুটো শব্দ আছে- Connotation ও Denotation. প্রথমটার অর্থ হচ্ছে অন্তর্নিহিত অর্থ, নিহিতার্থ, গুঢ় অর্থ, লক্ষার্থ ইত্যাদি। আর দ্বিতীয়টার অর্থ হচ্ছে- বাচ্যার্থ, আক্ষরিক অর্থ, বাহ্যিক অর্থ ইত্যাদি। কবিতার ক্ষেত্রে ব্যবহার বেশি করা হয় Connotation, Denotation নয়। এর ফলে স্বল্প শব্দে অনেক বড় অর্থও যেমন বোঝানো যায় আবার অনেক গভীর অর্থও প্রকাশ করা যায়।

আলোচনায় অনাহূত প্রবেশের জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ভালো থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

বাকপ্রবাস বলেছেন: টুটুল ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ
আমি শুধু আমার মনের কথাটাই বলেছি এবং এ ব্যাপারে অভিজ্ঞ নই, আপনারা অভিজ্ঞজন, তায় আপনারা ডিটেল্ট বুঝিয়ে লিখলে পাঠক এর ধরতে সুবিধা হবে, ওদের কনফিউশানগুলো দূর হবে। আমি গুছিয়ে বলতে পারিনা তায় লেখা বড় হয়ে মেদ জমে যায়।
কোনমতেই এটা অনাহূত কমেন্ট নয়, এমন কমেন্টই প্রয়োজন তাতে করে পাঠকরা বুঝতে পারবে।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬

বাকপ্রবাস বলেছেন: শুব সন্ধ্যা ভাইযান

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



মিষ্টি কবিতা
ইষ্টি ববিতা

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা এক আকাশ ধন্যবাদ রইল, নিবেন সবই তা

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১১

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১

বলেছেন: ঝরঝরে কথামালা।
জিনিয়াস দাদা।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪

বাকপ্রবাস বলেছেন: ল দাদা ধন্যবাদ রইল

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

মাকার মাহিতা বলেছেন: কনফিউশন দূর হলো।
আশাকরি এখন কবিতা ও ছড়া'র মধ্যে পার্থক্যটা বুঝতে সহজ থেকে সহজতর হবে।

ধন্যবাদ @ চাঁদগাজী, বাকপ্রবাস ও টুটুল সাহেব।

শুভকামনা রইল সবার প্রতি।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও শুভেচ্ছা

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ছন্দের মুগ্ধ ঢেউ- ভাললাগা রইল....

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন লিটন ভাই

২০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ছড়াটা ভাল হয়েছে।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা, হাসিব ভাই

২১| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টুনটুনিটা দেয়না ধরা
খোকাবাবু কাঁদে
মা বলেছে সবুর কর
মিলবে দুদিন বাদে।

..................................................... এখানে একটা জীবনের প্রবাহমান গতির বর্ননা আছে
অতি সুন্দর ভাবে, তাই এটা কবিতা না ছড়া না কাব্য সেই বির্তকে গেলাম না, ভালোলাগার জন্য ++

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল। খুব দারুণ একটা পয়েন্ট তুলে আনলেন। এটা আদতে ছড়াই, তবে কবিতার প্রলেপ লেগেছে।

২২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

এ.এস বাশার বলেছেন: মনমুগ্ধকর সুন্দর ছড়া.....

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ভাইযান। খুব খুব খুব করে ধন্যবাদ

২৩| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: এখন আর টুনটুনির দেখা মিলে না,কোথায় যে হারিয়ে গেল।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৭

বাকপ্রবাস বলেছেন: ছোট বেলায় পুকুর পারে ঢেউয়া গাছে টুনটুনির বাসা থাকতো, মনে পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.