নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জননী,
তোমার আর হারাবার কিছু নাই
দেবার আছে অনেক কিছু
তোমার আছে ক্ষমার অস্ত্রটায়
তাকিয়ে দেখো তারা অনেক নিচু।
যারা তোমায় রুদ্ধ করে দিনের পর দিন
বালির ট্রাকে আটকে দিতে গিয়ে
বাড়িয়ে দিল দেশের কাছে তোমার অনেক ঋণ
শোধতে হবে ক্ষমার অস্ত্র দিয়ে।
তাদের তুমি ক্ষমা করে দাও
তোমায় রেখে শপথ পাঠে যায়
তাদেরতো নেই প্লট কিংবা ফ্ল্যাট, তাও
তাদেরওতো ঘরবাড়ি চাই।
আরো কতো জেল জুলুম মৃত্যু গেছে বয়ে
ঘর ছেড়ে আজ ফেরারী জীবন যাপন
তারা আজ দূর থেকে কাঁদছে রয়ে সয়ে
তারাই তোমার ভীষণ আপনজন।
ওসব কথা থাক এখনই সুস্থ্যতায় আজ কাম্য
ওসব কভূ হয়নাতো আর শেষ
তুমিই পারো ফিরিয়ে আনবে সাম্য
তোমার পানে চেয়ে আছে দেশ।
[link||view this link]
২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৩
বাকপ্রবাস বলেছেন: হুম , বর্তমান নতজানু মন্ত্রী আমলার শাসন থেকে খালেদা ব্যাটার, তবে দল হিসেবে না, অতীত ভূল কভার করার দেমাগ ওনার আছে মনে করি। এসব মন্ত্রী আমলায় আমার বমি উ দ্রে ক হচ্ছে সাথে ভয়।
২| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, " হুম , বর্তমান নতজানু মন্ত্রী আমলার শাসন থেকে খালেদা ব্যাটার, ..."
-অবশ্যই উনি ব্যাটার; আপনিও ব্যাটার! কোকোর ছোট ভাই, নাকি কোকো বড়দা?
২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৪
বাকপ্রবাস বলেছেন: ওনার পো লা পাইন এর বিশ্বাস করিনা
৩| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনার এই কবিতাটি আমাদের জাতীয় কবির কবিতাগুলো থেকেও শক্তিশালী। আপনার বাইোলোজিক্যাল জননীর জন্য ১টি কবিতা লিখিয়েন।
২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৬
বাকপ্রবাস বলেছেন: সময়টা ভালনা অতি লে খা মামলা জনক তায় ইতি টানলাম
৪| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৬
নেওয়াজ আলি বলেছেন: এখন আওয়ামী চাটুকারের আমল। এইসব লিখলে মামলা হামলা ভয় আছে।
২৬ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৮
বাকপ্রবাস বলেছেন: গাজী আংকেলকে একটু বুঝান,আমরা ভয়ে আছি
৫| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: ভালো।
২৭ শে মার্চ, ২০২০ রাত ৩:৪২
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ
৬| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি কি সুখী যে, আপনি আপনার বাচ্চাদের দেশে রেখে বিদেশে চাকুরী করছেন?
২৭ শে মার্চ, ২০২০ রাত ৩:৪৩
বাকপ্রবাস বলেছেন: খালেদা ক্ষমতায় আসলে দেশে চলে যাব। আমার কোন রাজনৈতিক ব্যাপার নাই, তবে বিএনপি ক্ষমতায় গেলে অন্য সোর্স থেকে দেশে কিছু একটা করা যাবে। ব্যাবসা বাণিজ্য অথবা জব।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
জননী বলতে বেগম জিয়াকে বুঝাচ্ছেন?