নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল সকালে রুটি খাব
একটি নয় দু'টি খাব
আরো খাবো চা
ঘুম ভাংতে লেইট হলে
কিচ্ছু খাবনা।
ছয়টায় অপিষ, আটটায় না
ব্যাস্ত দিন আড্ডায়, না
সারাটা দিন কামলা খেটে
রাধতে হয় ফের
সবই কপাল জের।
ফ্রোজেন ফিস সোয়া সের
কুটা বাছা ঝঞ্জাট ঢের
খেতে হলে রাধতে হয়
রাধতে গিয়ে তেল নুন চাই
বৃথা জীবনটাই।
কাল সকালে, সকাল হোক
প্রবাস জীবন মানেই সুখ।
১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
২| ১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
ফেনা বলেছেন: ভাই আপনি কোন দেশে থাকেন?
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৬
বাকপ্রবাস বলেছেন: সওদি আরব
৩| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: কবিতাটা এক্সসেলেন্টো।
কিন্তু রুটি বেলা শেখো আরও মোটা মোটা হয়েছে কিন্তু...
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৭
বাকপ্রবাস বলেছেন: এগুলো গরম পানি দিয়ে করা। একদিন বানালে দুইদিন নরমালে রাখা যায়, ভিডিও করে ব্লগ দেব আপনাকে হা হা হা
আমি রুটি পরোটায় এক্সপার্ট
৪| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৪
করুণাধারা বলেছেন: আপনার প্রকাশ জীবন আনন্দময় হোক।
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে
৫| ১২ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার হয়েছে।
আপনার প্রায় সব ছড়াই পড়া হয়, কিন্তু সেন্সিটিভ বিষয় নিয়ে লেখা ছড়ায় কমেন্ট করা হয় না
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা সেনসিটিভগুলো ফান করেই লেখা হয়, এখন কমিয়ে দিয়েছি, সবাই নিষেধ করে
৬| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৭:৩০
জগতারন বলেছেন: সুন্দর !
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৯
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে
৭| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জীবনের প্রতিচ্ছবি কবিতায় ফুটে উঠেছে।
১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৩
বাকপ্রবাস বলেছেন: হুম প্রতিদিন খাচ্ছি বানিয়ে পরটা রুটি
কখনো একটা কখনো দুটি
৮| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: ওকে।
১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩১
বাকপ্রবাস বলেছেন: থেংকু
৯| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৫
প্রামানিক বলেছেন: দারুণ
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০১
নজসু বলেছেন:
দারুণ।