নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

অচল মাল

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০২


সবার যখন বেতন বা‌ড়ে
আমার বা‌ড়ে বদনাম
কা‌রো আ‌ছে খুঁ‌টির জোর
নাই যা‌দের, তেল কাম।

খুঁ‌টি না'হয় তেল ছাড়া
হয়না যা‌দের মনষ্কাম
তারায় দেয় সবার আ‌গে
প্রমোশ‌নের সন্ধান।

বুঝলাম আ‌মি বুঝলাম
আ‌মি কেন খে‌টে ম‌রি
নোনা ঘা‌মে স্নান ক‌রি
আমার কেন বদনাম।

আ‌ক্ষেপ‌ আ‌ছে থাকগে
পু‌ষি আ‌মি রাগ‌কে।
....
(বি.দ্র. ছবিতে শালার পুত)

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৭

কাছের-মানুষ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। আপনার শালার পুত দেখতে খুব কিউট।

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৯

বাকপ্রবাস বলেছেন: সেই মানের দুষ্টু

২| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিমানী সুন্দর বাস্তবধর্মী কবিতা। এখন খুটির জোর সবচেয়ে বেশি।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৬

বাকপ্রবাস বলেছেন: হুম, এটা মনে হয় স্বাভাবিক ব্যাপার, তবে উন্নত বিশ্বে এটাকে এভয়েড করার সর্বোচ্চ সতর্কতা থাকে

৩| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: তোমার কবিতা সব সময় মজাদার ভাইয়া।

আর শালার পুতকে দেখে তো আমরা মুগ্ধ হয়ে গেলাম।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৭

বাকপ্রবাস বলেছেন: কমেন্ট পেয়ে পুলকিত বোধ করছি, আর শালার পুত যেমন চালাক তেমন দুষ্টু

৪| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
যা বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৭

বাকপ্রবাস বলেছেন: জ্বী, ঠিক ধরেছেন। ধন্যবাদ ভাইযান

৫| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২০

শায়মা বলেছেন: দেখেতো একদম লক্ষী বাচ্চা মনে হচ্ছে।

১৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

বাকপ্রবাস বলেছেন:

থাকেতো সবার কাধের উপর, এখন দাদার কাধে

৬| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২০

ডার্ক ম্যান বলেছেন: বিচার মানি তালগাছ আমার

১৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

বাকপ্রবাস বলেছেন: তাল গাছের খুটি হয় নাকি জানিনা

৭| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৮

নজসু বলেছেন:



দারুণ।

১৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ জানবেন খুব করে

৮| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা

১৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি

৯| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শালার পুতের সাথে তো ভালো মিল-মহব্বত মনে হচ্ছে। মনে হচ্ছে বাপ-পুত।

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৪

বাকপ্রবাস বলেছেন: বাপকে ভয় পায় খুব

১০| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। শালার পুতও ভীষণ কিউট।

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৪

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালাবাসা জানবেন বড়ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.