নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইক্কা আইব খাইয়া যাইব
ঘুম যারে মনা
দুপ্পুর বেলা বইক্কার মেলা
পাইলে ছাড়বনা।
একলা পাইয়া খায় চাবাইয়া
ইয়া বড় দাত
ঘুম যা রে, ও মনা রে
খাইয়া দুধ ভাত।
জানলা দিয়া দেখ তাকাইয়া
বট গাছের চুড়ায়
কেমন করে পাতা নড়ে
ডরে মাথা ঘুরায়।
এপাশ ফিরে ওপাশ ফিরে
ঘুম নাই চোখে
মনটা চায় মাঠে যায়
বইক্কার ভয়ে রুখে।
২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৭
বাকপ্রবাস বলেছেন: বইক্যা জানে, মুই জানিনা
২| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৭
বাকপ্রবাস বলেছেন: ধ ন্য বা দ ল ই বে ন ন গ দে
৩| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: বাহ!!
২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৭
বাকপ্রবাস বলেছেন: আপনার পছন্দ হওয়াতে ভাল লাগছে
৪| ২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাট্টিমাটিম টিম!!
২০ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫৫
বাকপ্রবাস বলেছেন: কারা মাঠে পাড়ে ডিম?
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৬
নজসু বলেছেন:
আপনার ছড়ায় এতো মজা ক্যা?