নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

হিন্দু - সনাতন - ইসকন কোনটা কী?

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪


হিন্দু আমার ভাই, হিন্দু আমার প্রতিবেশী। আমার প্রতিবেশীর সাথে আমাদের কোন ঝামেলা নাই, ৩৬শেও হয়নি। আমরা একসাথে রাস্তায় দাঁড়িয়ে বিজয় মিছিল দেখেছি, কেউ তাদের দিকে তাকায়নি, সবাই ঘটনা পর্যবেক্ষণ করছিল। হিন্দু পাড়ার সামনেই লীগ এর একটা অপিষ জ্বালিয়ে দিয়েছে কিন্তু সেই আগুণ হিন্দু পাড়ায় আচ লাগেনি। কেউ ভাবেওনি হিন্দু পাড়ায় গিয়ে ঝামেলা করতে হবে।

ছোট বেলা থেকে হিন্দু শুনে আসছি, কিন্তু এখন সনাতন শুনে একটু গুলিয়ে ফেলছি, কে হিন্দু আর কে সনাতন? তারপর আরেক মাত্রা যোগ হল ইসকন। এখন কে হিন্দু, কে সনাতন আর কে ইসকন?

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুসলিমদের মধ্যে যেমন শিয়া, সুন্নি, তাবলীগ, আহলে আল জামাত আছে আমার মনে হয় হিন্দুদের মধ্যেই তাই।

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৬

বাকপ্রবাস বলেছেন: শিয়া সুন্নীর একটা প্রেক্ষাপট আছে, তাদের মাঝে তফাৎটা চাক্ষুষ। তাদের মসজিদও আলাদা। তাবলীগ হল একটা অরাজনৈতিক দল, এটা ধর্ম না। তারা ধর্মের দিতে আহবান করে। এবং তাদের একটা পদ্ধতি আছে।

হিন্দু সনাতন আর ইরকন এর মিল আর অমীল কি কি?

২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩০

কামাল১৮ বলেছেন: অনেকটা কে মুসলমান কে সুন্নি কে শিয়ার মতো।

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

বাকপ্রবাস বলেছেন: না তেমনটা মনে হয়না, শিয়া সুন্নীর মসজিদ আলাদা ওরা নিজেদের এক ভাবেনা, বিভাজনটা চাক্ষুষ

হিন্দু সনাতন এবং ইসকনে কী কোন বিভাজন আছে? তাদের কী আলাদা করা যায়?

৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪০

আনু মোল্লাহ বলেছেন: আসলেই তো কে হিন্দু কে সনাতন কে ইসকন?
হঠাৎ করে এই সনাতন আর ইসকন কি চায়?

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৯

বাকপ্রবাস বলেছেন: হুম সনাতন আর ইসকন শব্দটার রাজনৈতিক ব্যাবহার হচ্ছে মনে হয়

৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: ইসকনের প্রতিষ্ঠা ১৯৬৬ সালে । আমেরিকায়।
দৈনিক, সাপ্তাহিক বা মাসিক পূজা পার্বণের পাশাপাশি ইসকন ভক্তরা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দিওয়ালি, গৌর পূর্ণিমা, একাদশী, হোলি, রাম নবমী এবং গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করে।

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১০

বাকপ্রবাস বলেছেন: আমাদের হিন্দুদের প্রধান হল দেবী মা দূর্গা। ইসকনে দূর্গার কোন ছাপ দেখিনা। হিন্দু সনাতন আর ইসকন কী এক? নাকি তারা আলাদা?

৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসকনকে ব্যন করার এখনই উপযুক্ত সময়।

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১১

বাকপ্রবাস বলেছেন: অনেকেই যুক্তি দেখায় ইসকন একটা আধ্যাত্মিক ধর্ম, কিন্তু বাংলাদেশে পুরাই রাজনৈতিক

৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: এটা একটা ভাল জিনিস তৈরি হয়েছে--------------

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৩

বাকপ্রবাস বলেছেন: কোনটা?

৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইসকন সম্পর্কে বহুদিন ধরে শুনতেছি এরা সন্ত্রাস ছড়ায় ধর্মের নামে। আমাদের দেশ থেকে অন্তত এদের নিষিদ্ধ করা উচিত।

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৬

বাকপ্রবাস বলেছেন: ইসকন এর সাথে শুধু র জড়িত নয়, আমেরিকার গোয়েন্দা বিভাগও জড়িয়ে আছে। ইসকন কোথাও আধ্যাত্বিক কোথাও রাজনৈতিক। আমাদের মতো দেশে রাজনৈতিক এবং র চালিত অপর দিকে পশ্চিমে সেটা আধ্যাত্বিক, হরে হরে হরে কৃষ্ণতে সীমাবদ্ধ, আমাদের দেশে বলছে হাসিনার হাত শক্ত করাই ইসকনের মুল কাজ

৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

ডার্ক ম্যান বলেছেন: এরা মূলত কৃষ্ণের ভক্ত। যেকোন ধর্মের মানুষ এদের সাথে যুক্ত হতে পারেন।
কোন ধর্মের সাথে এদের বিরোধ নাই।

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৩

বাকপ্রবাস বলেছেন: এটা কী ভক্তদল নাকি একটা ধর্মদল। বাংলাদেশের হিন্দুরা ও ইসকন একই নাকি ভিন্নতা আছে? হিন্দু মানে ইসকন ইসকন মানে হিন্দু এমন বলা যাবে?

বাংলাদেশে ইসকন এর ভুমিকা কী? এরা কী নিবন্ধিত? যেহেতু আগে ছিলনা এখন আসছে, তারা কী হিসেবে আসছে? নিবন্ধিত কোন দল হিসেবে? তারা রাজনীতিতে কেন জড়াচ্ছে?

৯| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৮

ডার্ক ম্যান বলেছেন: এরা নিবন্ধিত। সব হিন্দু ইসকনের সদস্য না।
তাদের রাজনীতিতে টেনে এনেছে বিএনপি। বিএনপি'র এক নেতা রাষ্ট্রদ্রোহ মামলা করে তাদের লাইম লাইটে নিয়ে এসেছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২

বাকপ্রবাস বলেছেন: পতাকা উত্তোলন এর জের ধরে মামলাটা হয়েছে, তারা ধর্মকাম ছেড়ে পতাকা নিয়ে লেগেছে কেন? বিএনপি তার সদস্যকে বহিষ্কার করেছে মামলা দেবার কারণে, এখানে বিএনপি কিভাবে জড়িত?

১০| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২১

পবন সরকার বলেছেন: সিন্ধু নদের আশেপাশের অধিবাসিরা যে ধর্ম পালন করতো তাদেরকে হিন্দু বলা হতো কিন্তু এখন গবেষণা করে দেখা গেছে এই নামটি আরবদের গালি স্বরুপ ব্যাবহার হতো সেই কারণে বর্তমানে সনাতন ধর্ম নামটি প্রচার করা হচ্ছে। আর ইসকন হলো যেহেতু হিন্দু ধর্মীয় লোকজনকে জন্মগত হতে হয়, অন্য ধর্মের লোকজন হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে পারে না, জাতপাতের কারণে অনেক হিন্দু লোকজন ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ, খ্রীষ্টান, ইসলাম ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে এবং এতে হিন্দু ধর্মের লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে সেই জন্য ইসকন নতুন মতে ব্রাহ্মন্যবাদের নিয়ম কানুন বাদ দিয়ে সবার জন্য উন্মুক্ত করে ইসকন নামের ধর্মীয় সংগঠনের মাধ্যমে হিন্দু ধর্ম প্রচার করার চেষ্টা করছে।

২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ

১১| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৥ পবন সরকার ভাইয়ের সাথে একমত। হিন্দুদের মধ্যে হতেই কট্টরপন্থীরা ইসকনের সাথে যোগ দেয়। ইসকন মূলত বিভিন্ন দেশে তাদের হিন্দু ধর্ম প্রচার ও প্রসারের কাজ করছে। কোন কোন দেশে তারা রাজনৈতিক প্রচার চালিয়ে সেই দেশে শক্ত অব্স্থান তৈরি করেছে। ভারত হতে তাদেরকে ব্যাপক সাপোর্ট দেয়া হয়। অন্তত ১০টি দেশে ইসকনকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশ হতে ইসকনকে বন্ধ করার এখনই উপযুক্ত সময়।

২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২

বাকপ্রবাস বলেছেন: ভারত আমাদের শান্তি দিবেনে একটা একটা লাগিয়ে রাখবে

১২| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: ইসকন জংগী সংগঠন নয়।

২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

বাকপ্রবাস বলেছেন: অবশ্যই নয়, জংগী সংগঠন হলে শেষ যে খুনটা করেছে সেটা বড় কোন অস্ত্র দিয়ে করত, ছুরি দিয়ে জাষ্ট ঘাড়টা কেটে দিয়েছে, মাথা থেতলে দিয়েছে। এ থেকে বুঝা যায় জংগী সংগঠন হতে অনেক দূর বাকী।

১৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

ধুলো মেঘ বলেছেন: হিন্দু হল সিন্ধু নদীর অববাহিকায় বসবাসকারী মানুষ। সেই হিসেবে পাকিস্তানী মুসলিমেরাও সব হিন্দু।

সনাতনী মানে যারা এমন ধর্ম পালন করে, যে ধর্মের গোঁড়া খুঁজে পাওয়া খুব কষ্ট। মক্কার কোরাইশদেরকেও সনাতনী ধরা হয়। সনাতনী নামকরণ করা হয়েছে মূলত সকল হিন্দুকে এক ছাতার নীচে আনার জন্য।

ইসকন হল একটা এনজিও। এরা বিনামূল্যে খাবার খাইয়ে মূলত গরীব জনগোষ্ঠীকে হিন্দু ধর্মের দিকে আকৃষ্ট করে। এছাড়া প্যারিসের রাস্তায় সাদা চামড়ার কিছু স্থানীয়কে নাচ গান করিয়েও বিনোদনের যোগান দেয়।

২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

বাকপ্রবাস বলেছেন: ইসকন পুরোমাত্রায় সন্দেহজনক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.