![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কবির কবিতার অংশ, তোমার এ সৌন্দর্য যৌবন শেষ হওয়ের সাথে সাথেই মুছে যাবে।
কিন্তু মুগ্ধ কবির মুগ্ধ কলমের আচর থেকেই যাবে।
তোমার কোন অঙ্গ নিয়ে লিখেনি কবি?
তোমার চোখ, চুল,নাক কান মুখ, তোমার প্রতিটি অঙ্গ নিয়ে কবির সে কি মুগ্ধতা এমনকি বাদ যায়নি তোমার নিতম্বও,, কিন্তু কেউ কি কখনও তোমার পায়ের সৌন্দর্য নিয়ে লিখেছে উর্বশী??
তোমার অনান্য অঙ্গের তুলনায় পা ও যে একটা সৌন্দর্যরূপ হতে পারে তা হয়তো কেউ ভাবেইনি,,.......
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
মেঘ ছেড়া আলো বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫
খোলা বাতাস বলেছেন: বাহ্ বেশ........