![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সারাদিন হাসি,খুব আনন্দ পেলেও হাসি,আবার খুব কষ্ট পেলেও হাসি।আদ্ভুদ এক লকুচুরি আমার আমির সাথে। মনের মাঝে খালি প্রশ্ন গুরে,ঝাটাইয়াও খেদাইতে পারিনা।আমার পেশা নাই তবে নেশা আছে।তারতোর জোড়াদিয়া কিছু একটা বানাইতে চেস্টা করি।আমার ক্রিয়েটিভিটর খেসারত সবসময় আমার ল্যাব পার্টনার দেয়।প্রতিবার কারেন্টের লাথি আর স্যার এর ঝাড়ি ভাল মানুষের মত শুনে যাই আমরা।
ভাইরাস ইফেক্ট রিমুবার(Virus Effect Remover) একটি utility টুল যা ভাইরাস রিমুবের পরে যে ইফেক্ট থাকে তা দূর করতে সাহায্য করে।এটি পেনড্রাইবের ভাইরাস,unwanted applicatio সহ আরো কিছু ভাইরাস ঘটিত সমস্যা auto ডিটেক্ট করে আপনাকে তা নিরসনে সাহায্য করবে।এর সাথে বিল্টইন অবস্থায় কিছু অপশন আছে যেমনঃ
ভাইরাস গঠিত registry error খুজে বের করা,টাস্ক ম্যনেজারকে এনাবাল করা,এছাড়া ভাইরাস এর কারনে registry editor, folder option চালু না করা গেলে তাকে এনাবাল করে দেয়া।এর দ্বারা খুব সহযে পেনড্রাইব ভাইরাস দূর করা যায়।
এ ক্ষেত্রে সবাইকে আমি একটা ব্যাপার মনে করিয়ে দিতে চাই যে এটা এন্টিভাইরাস না,এটা আপনাকে ম্যানুয়াল্লি ভাইরাস রিবুভ এবং ভাইরাস এর কারনে প্রাথমিক যে restriction থাকে তা দূর করতে সাহায্য করে।
ডাউনলোডঃ Virus Effect Remover
বিস্তারিত জানতে এই সাইটে যেতে পারেন।
লিংক
২| ২২ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৩৭
মুকুট বলেছেন: ধন্যবাদ
২২ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
স্বাধীন_০৮ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৩৭
নাফিস ইফতেখার বলেছেন: খুব কাজের জিনিস। অসংখ্য ধন্যবাদ! আমি আমার সাথে ইদানিং একটা রিকভারি ডিস্ক রাখি (পেনড্রাইভে) যাতে কোন পিসিকে খুব সহজেই ভাইরাসমুক্ত করতে পারি, যেটা করার জন্য প্রায়ই আমার ডাক পড়ে। সেটাতে আপনার এই সফটওয়্যারটা যোগ করে দিলাম
২২ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
স্বাধীন_০৮ বলেছেন: আপনাকেও ধন্যবাদ নাফিস ভাই।
আর রিকবারি ডিক্স দিয়া ভাইরাস রিবুবের ব্যাপারটা কি ?
শুধু কি একটা ডিক্স বানালেই হবে নাকি আরো ব্যাপার আছে।
জানালে খুশি হব।
৪| ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৫
অমাবশ্যার চাঁদ বলেছেন: প্র্রিয়তে। +++
৫| ২২ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪০
পতত্রী বলেছেন: ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
স্বাধীন_০৮ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৬:২১
ভুডুল বলেছেন: +