![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহায্য চাই !!travel agency license এ খরচ কত হবে??license করতে কি ঢাকায় অাসতে হবে?? এমন কোনো প্রতিষ্টান অাছে যারা license করতে সাহায্য করে??
২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪০
শাফােয়ত ফয়সাল বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি প্রাথমিক ভাবে শুধু মাএ এয়ারলাইন্সের টিকেট সেল করার চিন্তা করছি ।এখন আমি কি সিটি কর্পোরেশন থেকে ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে একটা ট্রেড লাইসেন্স করে নিলে হবে??এর জন্য কি আমাকে ATAB (Association of Travel Agency Bangladesh) সদস্য হতে হবে ?? আর সিভিল এভিয়েশন থেকে এ্যাপ্রুভাল নিতে কি আলাদা কোনো ফ্রি দিতে হবে?? জানালে উপকৃত হব।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৩
ভোরের সূর্য বলেছেন: আপনার ট্রাভেল এজেন্সি কি ধরনের হবে? আপনি কি ট্যুর অপারেট করবেন নাকি সাথে সাথে টিকেটিং করবেন?
আপনি যদি শুধু ট্যুর অপারেট করেন তাহলে আপনার লোকাল পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন থেকে ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। এর জন্য ঢাকা আসার দরকার নাই এবং ATAB (Association of Travel Agency Bangladesh) এর সদস্য হতে হবে। http://atab.org.bd/ এদের সাথে যোগাযোগ করলেও আপনি লাইসেন্স বিষয়ে সাহায্য পাবেন।
আর আপনি যদি টিকিটও করবেন বলে ভেবে থাকেন মানে এয়ারলাইন্সের টিকিট তাহলে আপনাকে ঢাকা থেকে সিভিল এভিয়েশন থেকে এ্যাপ্রুভাল নিতে হবে হবে আলাদা করে। তবে দুই ক্ষেত্রেই আপনাকে একই ট্রেড লাইসেন্স করে নিতে হবে।