![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নারী আমাই জন্ম দিলো...... রাইখ্যা তাহার উদরে
আরেক নারী প্রেম শিখাইলো...... জাইয়া গো বাসর ঘরে
ঘরে ঘরে একই নারী..... সারা জাহান একই নারী
নারী চেনা ভীষণ দায় গো নারী চেনা ভীষণ দায়,
খাইয়া নাগিনির কামড় অকালে তে প্রান হারায়
খাইয়া নাগিনির কামড় অকালে তে প্রান হারায়।
মায়াবিনী রাক্ষসিনি মায়াবিনী কালসাপিনী মায়াবিনী রাক্ষসিনি
জগত চেয়ে চেয়ে হাইগো জগত চেয়ে চেয়ে রয়
আরে পুরুস মরে নিরবিচারে পুরুস মরে নিরবিচারে
নারী কিন্তু দোষী নয় গো নারী কিন্তু দোষী নয়
খাইয়া নাগিনির কামড় অকালে তে প্রান হারায়
খাইয়া নাগিনির কামড় অকালে তে প্রান হারায়।
আর কত মুনিনিশি আউলিয়ারা নারীর প্রেমে মজিয়া
জীবন কাটাইলো তারা গাছ তলাতে বসিয়া
যে পেয়েছে নারীর সন্ধান যে পেয়েছে নারীর সন্ধান
জীবন এ সে অমর হইগো মরনে সে অমর হয়
খাইয়া নাগিনির কামড় অকালে তে প্রান হারায়
খাইয়া নাগিনির কামড় অকালে তে প্রান হারায়
০৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫২
সকাল বেলা বলেছেন: নিচে পরের মন্তব্যের জাইগাই লিঙ্ক টা দিলাম সোনার পড় একটু বইলেন ক্মন লাগলো.।.।.।.।
২| ০৬ ই জুলাই, ২০১২ রাত ৮:০১
সকাল বেলা বলেছেন: এখানে ক্লিক করেন
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
মাহমুদ তূর্য বলেছেন: এটা কার গান।
লিঙ্ক থাকলে দেন। শুনে দেখি, আপনার প্রিয় গানটা।