![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখে আসলাম শাকিব খানের "নবাব"।
শাকিব খানের জন্য দেখতে গিয়েছিলাম আর শাকিবের ভালোই লাগলো। আমাদের দুই বাংলার ইন্ডাস্ট্রিতে শাকিব খানের আসে পাশে কোন হিরো আমি দেখি না।
দেখার আগে দুই ধরনের রিভিউ পেয়েছিলাম কেউ বলেছে খুব ভালো আবার কেউ বলেছে খুব খারাপ। সবার কথাই সত্য, কারও কাছে খুব ভালো হলে যে কারও কাছে খুব খারাপ হবে না এমন কোন কথা নেই।
আর কিছু কথা না বললেই নয়, আমি নিজে যৌথ প্রতরনা ছবির পক্ষে। কারন এই মুহূর্তে আমাদের হল না বাচলে বাংলা ছবির অস্তিত্ত থাকবে না।
আর হে, ছবির দ্বিতীয় ধাপে ভারতের এক খানের ছবির শেষের গল্পের সাথে হুবুহু মিল আছে। আমার কাছে এটা কোন বিষয়ই না, এমন টা আমরা ইন্ডিয়ান ছবিতে প্রায় দেখি, এগুলো নরলাম।
জাজ কে ধন্যবাদ এই কারনে যে তাদের কারনে আজ পাইরেসি বন্ধ। ছবি ভালো হোক আর খারাপ হোক আপনাকে হলে গিয়ে দেখে মন্তব্য করতে হবে। এই যে আয়নাবাজি এত ভালো ব্যবসা করেছে, আমি তো মনে করি জাজের কারনে করেছে, কারন পাইরেসি তারাই বন্ধ করেছে।
©somewhere in net ltd.