নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের সাথে বদলে যাওয়া ইতিহাস আমাকে বড়ই বিভ্রান্ত করেছিল। আমাদেরর প্রজন্মের অনেকেই এই বিভ্রান্তির শিকার বলে আমার মনে হয়।

শফিকুল ইসলাম ৮সুজন

অতি সাধারন ও ভীতু

শফিকুল ইসলাম ৮সুজন › বিস্তারিত পোস্টঃ

মা যখন কষ্ট পায়

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:০৫

সুন্দর এক মানব শিশু পৃথিবীর আলো দেখার পর থেকে এই ‘মা’ দায়িত্ব নেন নুতন এক যুদ্ধের। সংসারের অন্যান্য ব্যস্ততার মাঝেও এই মা কোলের শিশুকে ধীরে ধীরে লালন করে নাইয়ে, খাইয়ে এবং ঘুম পাড়ানিয়া গান গেয়ে একটু একটু বড় করে তুলেন। নিজে আধপেটা খেয়ে, ভাল খাবারটি সন্তানের জন্য তুলে রেখে, নিজের হাতে মজাদার খাবার তৈরী করে, নিজের প্রয়োজনীয় কাপড় যোগাড় না করে শুধুমাত্র সন্তানের হাসি দেখার জন্য মায়ের কি অজ¯্র ত্যাগ।
মা-ই পারে নিদ্রাহীন রাত কাটিয়ে রোগগ্রস্ত সন্তানকে সেবা প্রদান করে সুস্থ করে তুলতে। এই মা-ইতো প্রথমে অ আ অক্ষর এবং ধর্মীয় শিক্ষার প্রাথমিক পাঠ দেন। তারপর ধীরে ধীরে প্রস্তুত করেন স্কুলে পাঠাতে। প্রাথমিক থেকে সর্বশেষ শিক্ষা সমাপনে মায়ের যে ভূমিকা তা কোন সু-সন্তানকে নিশ্চয়ই নূতন করে মনে করিয়ে দেবার প্রয়োজন আছে বলে আমার মনে হয়না।
তবে কু-সন্তানেরা এই মমতাময়ী মাকে দুধের ঋণ শোধ দূরে থাক, কুলাঙ্গার সন্তান সেই মাকে কতইনা কষ্ট দিয়ে চলে। মায়ের আদর, মমতা, শাসন সর্বোপরি দায়িত্ববোধ আর কারও সাথে তুলনা চলেনা। সেই মায়েরা যখন সন্তানদের কাছ থেকে কষ্ট পায়, আঘাত পায় এবং অমানুষিক নির্যাতন ভোগ করে তখন ঐ মা যে কিভাবে নিজেকে শীতল রাখেন তা ভাবা অত্যন্ত কঠিন বিষয়। মা তো মা, সে তবুও সন্তানকে সুপথে ফিরিয়ে আনতে প্রাণান্ত চেষ্টায় নিবিষ্ট থাকে, কখনো সফল হয় কখনো ব্যর্থ হয়।
মা ভীষণ কষ্ট পায় যখন নিজের গর্বের সন্তান তার বৌয়ের অসহযোগিতার কারণে মাকে নিজের সাথে না রেখে বৃদ্ধ বয়সে আলাদা করে দেয়

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.